আগমনী বন্দনা - ২৮
অরূপ মিত্র
১.
জীবন রূপকথা
পৃথিবী ঘুরছে তার অক্ষরেখায়
সুসময় পাল্টে যায় দুঃসময়ে
কুসময়ের সাগর পাড়ি দিতে দিতে
তীরে ওঠে দুঃখী জন অজানা ভয়ে।
রোদ ঝড় বৃষ্টি আছড়ে পড়ে প্রকৃতির গায়
প্রতিবাদী রোদ্দুর দুয়ারে লুটায়।
মনেতে ভয়ের বাঘ চমকায় ছায়া ফেলে,
স্বপ্নেরা সত্যি হতে ডানা দেয় মেলে।
তবুও প্রকৃতি গেয়ে ওঠে তার আগমনী গান
তার কাছে রোজকার যাপনের রূপকথা ম্লান।
২.
আগমনী ছড়া
মাটিতে কাশের দোলা, আকাশে মেঘের ভেলা
দুঃখে কষ্টে আমাদের কাটে বেলা।
মনের দুয়ারে বাজছে ঢাকের বোল
শারদোৎসবে আনন্দ উৎরোল।
বাতাসে ভাসছে পুজোর গন্ধ
তবুওতো মনে আসছে দ্বন্দ্ব।
রক্তচক্ষু করোনা,শাসাচ্ছে দুইবেলা
সাবধানে থেকো, কোরোনাকো অবহেলা।
শিশির ভেজানো শুভ্র শিউলি
পুরোনো স্মৃতিকে কেমনে যে ভুলি।
ফুল-পাখি-নদী-আকাশ-পাহাড়,
সবকিছু একই আছে।
আমাদেরই শুধু আচরণগুলো
উল্টেপাল্টে গেছে।
খুব সুন্দর দুটি কবিতাই। "ফুল-পাখি-নদী-আকাশ-পাহাড় , সবকিছু একই আছে। আমাদেরই শুধু
উত্তরমুছুনআচরণগুলো উল্টেপাল্টে গেছে" খুব সুন্দর উল্লেখ।