শনিবার, ৯ অক্টোবর, ২০২১

প্রকাশিত হল ১০জন কবির কবিতা সংকলন।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 






প্রকাশিত হল ১০জন কবির কবিতা সংকলন






৯ই অক্টোবর শনিবার ২০২১।কৃষ্ণপদ মেমোরিয়াল হলে  প্রকাশিত হল বিমল মণ্ডল  ও অশোককুমার  লাটুয়া  সম্পাদিত ১০জন কবির  কবিতা  সংকলন  "দশের বারান্দায় একুশের রোদ" 





এদিন  কাব্য সংকলনে আনুষ্ঠানিক প্রকাশে উপস্থিত ছিলেন  মাননীয় কবি সাহিত্যিক রতনতনু ঘাটী, অজিত বাইরী, আরণ্যক বসু, তাজিমুর রহমান, সৌমিত বসু, দুর্গাদাস মিদ্যা, বিশ্বেশ্বর রায়, বিশ্বজিৎ রায়, সঞ্জয় মুখোপাধ্যায়   অংশুমান চক্রবর্তী, নীতিশ বিশ্বাস প্রমুখ। এছাড়া  কবিতায় যাঁরা ছিলেন—
দীপক বেরা, রঞ্জন ভট্টাচার্য, তপনজ্যোতি মাজি, ভক্তগোপাল ভট্টাচার্য, শ্রাবণী বসু, দীপা কর্মকার, দেবপ্রসাদ জানা, দেবাশিস মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন হালদার, শ্যামলী রক্ষিত, সৌমেন চৌধুরী, অলোক চট্টোপাধ্যায়, সোমনাথ রায়, প্রমুখ। 





সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অশোককুমার লাটুয়া। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন