আলোক উৎসব- ৩৯
ত্রিপর্ণা ঘোষ
১.
কোজাগরীর চাঁদ
শরৎ পূর্ণিমা রাতে তৃষ্ণার্ত আমি থাকি একা বসে তোমার জ্যোৎস্না পান করব বলে।এই একটা দিন তোমায় নিজের মতো করে পাওয়ার আশায় পেরিয়ে আসি এগারোটা মাস।।
হ্যাঁ, আমি মা লক্ষ্মীর ব্রতী নই।তোমার রূপের মোহে যে লক্ষী প্রতিমার সৃষ্টি করেছি আমার কল্পনায় সেই সৌন্দর্যের পূজারী আমি।
হিমেল জড়ানো সান্ধ্য বাতাস যখন বয়ে যায়,তোমাকে আলিঙ্গন করার নেশায় বুঁদ হতে থাকি ক্রমশ;ডুবতে থাকি জ্যোৎস্নার সাগরে।আবেশময় হয়ে ওঠে চারিপাশ।
বিরহের মিছিলে হারিয়ে যেতে যেতে নতুন করে বাঁচার আশা দেখিয়েছ তুমি কোজাগরীর চাঁদ।তোমার মধ্যে লুকিয়ে থাকা ওই মায়া জাদু ভালোবাসতে শিখিয়েছে সমস্ত অপ্রেমিকদের।
তোমাকে আলিঙ্গন করার আশায় বেঁচে থাকতে চায় আমি হাজার বছর।।
২.
অন্ধকার শেষে
শহর জুড়ে আলোর জোয়ার
শত কোলাহল,হাজার আতস বাজি।
অন্ধকারের কালো পর্দা টানবে সোম
বাতাসে বাজবে দীপান্বিতার আগমনী।
সমস্ত অলিগলি নতুন রূপে
খুশির আলোতে ভরে উঠছে আকাশ,
প্রফুল্ল মনে শহরটা আজও প্রস্তুত
নতুন পথের আলোর দিশারী হতে।।
হাজার স্বপ্নের ভিত স্থাপন এই শহরে,
স্বপ ভেঙে বাস্তবতার আলেখ্যও এই শহরেই,
পরিচিত রাস্তারা আগের মতোই নিজ ছন্দে
অন্ধকার সরিয়ে নতুন স্বপ্নের দীপ জ্বালাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন