রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আলোর উৎসব -৪০। হীরক বন্দ্যোপাধ্যায়ের।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।

 





আলোর উৎসব -৪০

হীরক বন্দ্যোপাধ্যায়ের 




১.
এ বি ডি


ঘাড় ধরে কাউকে কি ভালোবাসা শেখানো যায় ?
মুক্তিফল বলে কোনও শব্দ অভিধানে আছে ?নদীতে নদীতে ব ইতে থাকা জলের বদলে আগুন
এও কখনো হয় ?
বাক্সভর্তি পারিবারিক গল্প নিয়ে মানুষ উৎসবে যায়
মানুষ অল্পতে কতো খুশি থাকে
আনন্দধারা বহিছে ভুবনে
তবু কবির মনে শান্তি নেই, চোখের নীচে তার
কালো সমুদ্র তটভূমি ,প্রতিটি কবিতা লেখার পরে সে এখনও আত্মহত্যা করতে চায়
কিন্তু প্রকৃতির কী খেলা অসিত বরণ দাস নামে কোনও এক অজাতশত্রু যুবক লোকে যাকে সংক্ষেপে এ বি ডি  বলে ডাকে
তার মুখখানা মনে পড়ে ,ঈশ্বরের মতো তার দুচোখ
চোখের সামনে ভেসে ওঠে আর কী আশ্চর্য
কবির সমস্ত দুঃখ ব্যাথায যন্ত্রণা ফুৎকারে উড়ে যায়
হাজার হাজার মাইল দূর থেকে তার শৈশব তার কৈশোর তার যৌবনকাল রোদ বৃষ্টি ঝড় গরুর গাড়ি খড়ের পালুই টুসু গান গাছপালা চিৎকার করে ডাকতে থাকে এইতো,এইতো আমরা
দেখতে পাচ্ছোনা ,আমরা যে সবাই আছি তোমার
সমস্ত কবিতাজুড়ে ...







ধুলোবালি




যে গাছ ফল দেয় ঋষি মুনিদের
আমি তার বসন্তকালীন কচিপাতা
যে পাখি জল চায় সর্বসাধারনের জন্যে
মেঘেরদেশে আমি উড়ন্ত ডানা
যে শিশু হামাগুড়ি দেয়
উঠে আর পড়ে, তবু আজো চেষ্টা ছাড়েনা
আমি তার দুচোখে দেখি মেঘনাদ সাহা
আমার সমস্ত প্রেম তোমাকে লক্ষ্য করে
আমার সমস্ত কবিতা তাই
তোমারই পথের ধুলো ...










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন