জাতির জনক মহাত্মা গান্ধীর চরণে কবিতা-য় শ্রদ্ধাঞ্জলি।।
জাতির পিতা
নীতা কবি মুখার্জী
মহাত্মা গান্ধী নামে বিখ্যাত ভুবনে
"জাতির জনক"তুমি তাই রাখি স্মরণে
"বাপুজী"বলেই আমরা ডাকি সবে প্রাণ ভরে
ত্যাগের মন্ত্র দিয়ে রেখেছিলে সবে ধরে।
অহিংসা ,ধৈর্য্য, সংযম সব মহা গুণ নিয়ে
ভারতবাসীকে শেখালে কঠোর অনুশীলন দিয়ে
"ইংরেজ ভারত ছাড়ো" এই মহামন্ত্রে
স্বদেশ চেতনাটুকু জাগালে স্নায়ুতন্ত্রে।
আফ্রিকাদেশে গিয়ে প্রতিবাদ গড়লে
কালো মানুষের পাশে তুমি
নিজে দাঁড়ালে
তোমার সাহসী প্রতিবাদে ইংরেজ-রাজারা
হয়েছিল শঙ্কিত ,বেজেছিল নাকাড়া।
শাসকের শোষনটা যবে উঠে তুঙ্গে
সেইকালে ডাক দিলে "করেঙ্গে ইয়া মরেঙ্গে"
সৎপথে থাকো আর জপ করো তাঁর নাম
সবার উপরে আছেন রঘুপতি রাজারাম।
শ্রম করো যতো পারো, সূতো কাটো চরকায়
মনে হও দৃঢ়-চেতা, কাউকে যে ভয় নাই
ভারতের গর্ব তুমি,তুমি গুণী-সন্তান
মহাত্মার দেশ বলে করে সবে জয়গান।
ভারতের ইতিহাসে উজ্জ্বল আকারে
লেখা আছে তব নাম স্বর্ণের অক্ষরে।
বিতর্কিত পুরুষ তুমি, বিতর্কও থাকবে
নিঃস্বার্থ ত্যাগ দিয়ে অমর হয়ে বাঁচবে।
সুন্দর শ্রদ্ধঞ্জলি।
উত্তরমুছুনসুন্দর শ্রদ্ধার্ঘ্য
উত্তরমুছুন