লেবেল

শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আগমনী বন্দনা -২৬।। বিকাশরঞ্জন হালদার।Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 







আগমনী বন্দনা -২৬

বিকাশরঞ্জন  হালদার 



১.

জয়ন্তী-মা আমার 



বেজে ওঠে- " আশ্বিনের শারদ প্রাতে ... " অদৃশ্যত। অষ্টাদশীর উদাস কোঁচড়ে শিউলির আদর। ঢাকের কাঠি আমোদের জোয়ার তোলে, হৃদয়-গোপন।  কাউকে কিছু না বলে, আনমনা নরম-ভোর, উঠোনে এসে দাঁড়ায়, বাংলার  ঘরে ঘরে। আর জয়ন্তী-মা আমার জাগ্রত হন, বন্দনার অপার সুরে, ধূনোর মিষ্টি ধোঁয়ার আবেশে। কয়েকটা দিনের পরিপাটি জীবনে মাতন লাগে। কাশফুলের বনে ঢেউ তোলে যুগান্তরের সরল বাতাস!



২.
প্রত্যেকটি পুজোর সাঁঝে
 

করোনার ভয় তখনও জন্মায়নি। নাকে-মুখে জুড়ে বসেনি অবাঞ্ছিত মুখোশ। আগমনীর সুর সময়ের কোলে দোল খায়। শিশুটি যেমন। পুজো আসে। পরিচয়ের কাছাকাছি,নতুন যৌবন আমাদের। ইট-গাঁথা হাঁটা‐পথ-গাঁ। প্যাণ্ডেল থেকে প্যাণ্ডেলে। ভেসে যায় আকুল-অন্তর। মায়াবী-কুয়াশা খোলা মাঠে। তুমি হাঁটো। আমি হাঁটি। প্রত্যেকটি পুজোর-সাঁঝে। আমাদের  সঙ্গে সেই কুয়াশাও হাঁটে!







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন