রবিবার, ৩ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আগমনী বন্দনা -১৪ ।। বাবলু গিরি। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।



আগমনী বন্দনা -১৪

বাবলু  গিরি 


শঙ্খ বাজুক অনন্তের সংসারে 

                             

                               

মা আসছেন...

সঙ্গে নিয়ে আসছেন, অর্থ উপদেষ্টা, সংস্কৃতি, রাজনীতি যুদ্ধনীতি, বিঘ্ননাশকারী, সত‍্যতত্ত্বের সবাই কে নিয়ে ।

আর তিনি সয়ং আসছেন সমস্থ ব্রহ্মলোকের

সমস্থ দেশের ঐক‍্য সব অস্ত্র একত্রিত করে -

অমানবিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে।

আবার সবাই আলাদা আলাদা করে আসবেন আমাদের মনে করাতে।


অর্থ সংস্কৃতি রাজনীতি সত‍্যতত্ত্ব আর 

অশুভ বিনাশকারী এই নিয়ে পূজা।


অই জন্ম জন্মান্তরের সভ্যতার যুদ্ধ 

ব্রহ্মাণ্ডের আত্মজন্মার কুণ্ডলী।


সূর্য্যরা শঙ্খ বাজাক,অনন্তের

সংসারে যুদ্ধ লাগুক।

দ্বাদশ অস্ত্র অর্পণ কর,চৌদ্দপুরুষের 

পিণ্ড দাও,আদি পাদে।


দেবতারা আসুক নৈবেদ্য নিতে 

জন্মধামে।

সত্য,অর্থ,শব্দ-বর্ণ,শিল্প-যুদ্ধ,

একই সাথে।

নেমে আসে,শরতের কাশফুলে।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন