সোমবার, ৪ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আগমনী বন্দনা —১৫।। পাপড়ি ভট্টাচার্য।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 




আগমনী বন্দনা —১৫

পাপড়ি ভট্টাচার্য



আবাহন-১


জননী দুর্গা এসোগো ধরায়,মাথার উপর থাকো তুমি
তোমার সন্তানদের ইচ্ছা ,দেখবে শিউলি ফোটা আগমনী।
এই দুর্দিনে আমরা ভাবছি তোমার আঁচলের ছায়াতে
নির্ভয়ে বাঁচব, আনন্দে কাটাব সেই দিনগুলি
ছড়িয়ে দাও মাগো! তোমার শক্তি আর অপার করুণা
তোমার আবাহনে আবার আগের মত যেন
ফিরে পাই সুন্দর পৃথিবী।
এসো মাগো সপরিবারে সবাহনে,করি বন্দনা

তোমার বোধনে তুমি মহামায়া আশীর্বাদে করো জয়ী।




                        
আবাহন -২

'গনেশ জননী দুর্গা দুর্গতিনাশিনী
সর্বগতি ভগবতী হর-বিমোহিনী।'
হে দেবী মর্ত্যজননী তোমাকে করি আবাহন
যেমন করেছিলেন যুদ্ধ শুরুর আগে অর্জুন, বলেছিলেন--
"মন্দারচল নিবাসিনী সিদ্ধদের সেনানেত্রী আর্যে!
তোমাকে বারংবার প্রণাম।
তুমিই কুমারী,কালী,কাপালী,কপিলা, কৃষ্ণ, পিঙ্গলা, ভদ্রকালী, এবং মহাকালী তোমাকে প্রণাম।"
"হে চন্ডী, সংকট তারিনী,কাত্যায়িনী,জয়া ও বিজয়া, কৌশিকী,উমা,শাকম্ভরী, শ্বেতা, কৃষ্ণা
কৈটভনাশিনী,হিরন্যাক্ষী,বিরূপাক্ষী,সধূম্রাক্ষী,স্বাহা,স্বধা,কলা,কাষ্ঠা সরস্বতী,বেদমাতা সাবিত্রী,আর দুর্গম স্হানের বাসিন্দা দুর্গা এ কুরুক্ষেত্র রণাঙ্গনে আমাদের জয়ী করো মা।"

হে মানুষের ভগবতী, মহামায়া, যোগমায়া
আমাদের আবাহনে এই পৃথিবীর মহামারী অবসান করতে এসো মা জগৎজননী।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন