রবিবার, ৩ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়....আগমনী বন্দনা -১৩।। ফটিক চৌধুরী।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




আগমনী বন্দনা -১৩

ফটিক চৌধুরী




পুজোর সনেট



হেরে যেতে যেতে তবুও তো জিতে যাই
মাঝে মাঝে নিজের দোষেই বুঝি হারি !
জীবনটা কবে হলো  তেমন খোলতাই
প্রকৃতি নিজেই নিয়েছে দখলদারি।

নিসর্গ আঁকে নিরন্তর এ মরসুমে
শরত-আকাশে মেঘের যে দৃশ্যকল্প
প্রকৃতির সজ্জার নেই কোন বিকল্প
ব্যস্ততম সময় কেটে যায় নির্ঘুমে।

বাতাসে আগমনী,  সুন্দর পটভূমি
হৃদয়ে দোলা লাগে শ্বেতশুভ্র কাশের
শিশিরের মুক্তো ঘাস ঠিক নেয় চুমি
শিউলির সুবাস  শুধুই বাতাসের।

পুজোর  এই রূপকল্প  তুলনাহীন
হারজিত এভাবেই হয়ে যায় লীন !












1 টি মন্তব্য: