আলোর উৎসব -৩৭
শান্তা চক্রবর্তী
১.
নীলপরীদের দেশে
ভুলে থাকি মায়াকাজলে, সংসার-সংগমে
এক আকাশ জন্মের স্বপ্নে, ফুল ফোটার অপেক্ষায়
সময় হারিয়ে যায় বিনিসুতোর জাল বুনে
পুরুষপৃথিবী তার কতটুকু জানে!
সবুজ জমির ওপর নক্সা এঁকেছ বেশ
মেহেদি স্বপ্নের, জাতিস্মর তারায়-তারায়
আকাশ ডেকেছে, উড়ে যাব নীলপরীদের দেশে
যেখানে কাজলমেয়েরা ঋতুমতী হলে বর্ষা নেমে আসে।
২.
বাঁশি
বাউলমন শুধুই স্বপ্ন লেলিয়ে পালিয়ে বেড়ায়
নক্ষত্রে , জন্ম-মৃত্যু পেরিয়ে বাঁজা স্বপ্নে, শস্যহীন খরায়
ঘরের আগল ভেঙে ভিখারিমন সুদূরে মিলায়
দূরে, শূন্যের সীমানায় অন্তহীন একতারা বেজে যায়
মৃত বসন্ত, করপুট থেকে আমলকি ঝরে যায়...
অ-ভাদর দুপুর, পথ ভুলে ফিরে যায় ক্লান্ত অভিসার
একা পথ চেয়ে থাকে, রাধিকা নিখোঁজ কতকাল
কানহাইয়ার বাঁশি ও বাজে না আর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন