লেবেল

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আলোর- উৎসব -৭।। বিকাশ বর।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





শুধু  কবিতায়...



আলোর- উৎসব -৭

বিকাশ বর





১.

সম্প্রীতি



কিছুতেই ঘুম আসছে না
যতটুকু মেখেছিলাম আলো
মায়ের বিসর্জনে ধুয়ে গ্যাছে সব
প্রসন্নতা ভারী হয়ে এলে
চেনা পথ অচেনা লাগে
উৎসবের দিনগুলিতে
যে পথ ধরে নেমেছিল আলোকিত সন্ধ্যা
ভোরের আলো ফুটেছিল আগমনী সুরে
সে পথ হারিয়ে গ্যাছে অরণ্যের পথে
অরণ্য যদি সবুজের মেলা হয়
ছায়া ঢাকা পথ তবে সম্প্রীতি
বিদায় বেলায় মা ছায়া দিয়ে ঢেকে গ্যাছে সব
আজ ঘুমোতে যাব নিশ্চিন্তে সম্প্রীতির ছায়াতলে।






২.
মুখ



ভিড়ের মাঝে একটা মুখ হারিয়ে ফেলেছি
আলোর উৎসবে মুখ ঢেকেছে মুখের আড়ালে
রোদ্দুর মাখতে গিয়ে দেখেছিলাম চাঁদ
সেই মুখটাকেই খুঁজে চলেছি মুখের ভিড়ে
ভুল রাস্তায় হেঁটে হারিয়ে ফেলেছি চাঁদ
বিস্মৃতির ছায়াঘেরা পথে অবিরাম হাঁটা
পাঁজরে লেগে থাকা বিষাদ
জমতে জমতে পাথর হওয়ার আগে
আকাশের নীচে নিজেকে একবার দেখি
আলোর পথ চিনে নিই চাঁদের মুখ দেখে
যে পথ ধরে এতদিন চলেছে আলোকধারা
সে পথে মুখ ফেরাই আবার
চেনা চেনা গন্ধের সে বকুলপথ
হারিয়ে যাওয়া মুখটা খুঁজে পেলাম এবার
আয়নায় প্রতিদিনকার দেখা সে মুখ।










২টি মন্তব্য:

  1. আলোয় আলোময় হোক আপনার লেখনী জীবন। আঁধার কেটে সূর্যের রেখা পড়ুক আপনার লেখার পান্ডুলিপিতে, আলোকিত করুক আপনার মুখমণ্ডল।

    উত্তরমুছুন