লেবেল

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আগমনী বন্দনা -১০।। সৌমিত বসু।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।






আগমনী বন্দনা -১০

সৌমিত বসু 



বোধন


দুর্গার স্তন।খোলাম কুচির মতো ভেসে ওঠে।
ঢেকে দেবে জরির রুমাল।পিছে পিছে
সজাগ প্রহরী
হাতের মুঠোয় রাখা আলো।

সারারাত দাঁড়িয়ে থেকেছি,
সামনে সাজানো কতো ঢেউ
শেষের প্রহরে চক্ষুদান, 
খড় বাঁশ বাখারির রং তেমনি সজাগ।
হা হা শূন্য কুৎসিত আকার
মাঠঘাট ভেঙে পায়ে পায়ে নাড়াবন,
অস্থির রাখাল
এ-রূপ কে চেয়েছিলো?
শ্মশানের গায়ে নৌকো ভেড়ে















আরও  পড়ুন 👇👇👇👇

শুধু  কবিতায়... 
আগমনী বন্দনা -৯
 *আজকের কবি* 
 *দিশারী মুখোপাধ্যায়* 
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_97.html





২টি মন্তব্য: