লেবেল

সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

প্রেমের কবিতা - ৪১।। পাঁপড়ি দাস।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



প্রেমের কবিতা - ৪১

পাঁপড়ি দাস 



১.

শুভ্র অন্ধকার


আমি একটি প্রেমের পৃথিবী খুঁজছি...

সমস্ত নক্ষত্র যেখানে সবুজ ঘাসে টান হয়ে শুয়ে একসাথে প্রেমের স্বপ্ন দেখে।

     প্রেম সমতার!

     প্রেম মমতার!

ধর্ষিতা হয়নি কোনো নতুন আলো।তাজমহলের শুভ্র অন্ধকারে উদ্দীপ্ত নয় আবেগী বৈভব, ভালোবাসার প্রাপ্তিসুখে রঙিন মমতাজ। 

    

         যে পৃথিবী মানুষ-মানুষীর হৃদয়ের রঙ নয়, মৃত্যুর শব্দ উচ্চারণ করেনা, খুঁজে চলে এক নদী ঝিনুকের উর্বরতা...

আদিম উদভ্রান্ত পৃথিবী! এই সুখটুকুই আমার চাওয়া...যেখানে আমাদের চোখের জল দু-ফোঁটা দুধ হয়ে নামে।

   




২.

তবে কি প্রেম!


যন্ত্রণাগুলো নিবিড়তর, ভারী হয়ে আসে গভীরতম অন্ধকার...

একছুট্টে দীর্ঘশ্বাসগুলো তোমার গভীরে হারিয়ে যেতে চায়। 

      তবে কি প্রেম?

সবটুকু হারিয়ে পাওয়া, অপরাজিত আনন্দগুলো খিলখিলিয়ে হেসে ওঠে...

তোমার সুগন্ধি অনুভবে।

     তবে কি প্রেম?

তার না বলা শব্দ কথারা, তোমার নির্মোহ দৃষ্টিতে আত্মসমর্পন করে ডুকরে কেঁদে ওঠে!

'আছি' শব্দটা ফিরে আসে নিরাপদ আশ্রয়ের মতো, ক্ষতগুলো সেজে ওঠে সাহসী প্রত্যয়ে।

      তবে কি প্রেম?





আরও পড়ুন 👇🏾👇🏾

*প্রেমের কবিতা পর্ব- ৪০* 


 *আজকের কবি* 

অনিন্দিতা শাসমল 💕


https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_5.html




1 টি মন্তব্য: