আগমনী বন্দনা-৯
লক্ষ্মীকান্ত মণ্ডল
১.
জয়তে কাশফুল
সুতরাং ডুবে যাওয়া শালুকের পাঁপড়িতে সারাদিন রোদ পোহাই
বাঁধ ভাঙা শ্রেষ্ঠ দুঃখের মাঝে উড়তে থাকে সাদা কালো বক
ছুঁয়ে দেখে জলের কমিউনিজম
তুমি চোখ আঁকার জন্য মিনতি পালের তুলি চাইছ
নাকি তৎসম শব্দের বানানো স্কিপ্টের ব্যাকগ্রাউন্ডের ঘোলা জলে ঘসছ ইরেজার
সাঁতার সম্পর্কিত নগ্নতায় গুঁজে দিচ্ছ প্রশ্বাস নিতে থাকা কাশফুল
নাভির উর্বরতার কাছে থই থই করছে জল
তীব্র শব্দে বাজছে আহ্বান ধ্বনি
হাবুডুবু খেতে খেতে মুক্ত গদ্যের নীল আকাশ হাতে অশৌচ কাটাও
মান্দাসের দীর্ঘশ্বাসে নৈবেদ্য ভাসে মহাজাগতিক আহ্লাদের দিকে
২.
আর্দ্র তাপ এবং শক্তিরূপেন
অথবা ছায়া ছায়া অন্ধকারে ভেসে যাচ্ছে আমাদের সম্পর্ক
নিকট হইতে ক্রমশ নিঃস্ব হতে হতে দূরে চলে যায় শিউলি ভোরের গ্রাফ
আর্দ্রতাপে দাঁড়িয়ে নিজের মুখ দেখতে চাইলে
ছেঁড়া ছেঁড়া মেঘ নেমে আসে সিক্ত আলোছায়ায়
নেমে আসে শরতের মিউকাস
চাঁদমালা গাছের কাঁপন নিয়ে পিঁপড়েরা জড়িয়ে ধরছে ভয়
জ্যামিতিক চলাচলে আজন্ম এক ধ্রুবক সুরে বাজে শক্তিরূপেন
গ্রহণের পর বিশেষনে আনন্দ খোঁজে হৃদয় স্পন্দন
নিভৃত কশেরুকার ভিতর শিশির বিন্দুগুলি মিশে গেছে শব্দহীন জলে
অথচ অপেক্ষায় থাকি কখন উঠে আসবে ধান রঙের হাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন