প্রেমের কবিতা-৫৬
নন্দিনী মান্না
১.
ফুলের বাহারে
নিয়তির সৌন্দর্য আদরে প্রিয়তি
পাপড়ি উপহারে রক্তপ্রেম ফুলটি
সুন্দর সুষমায় ভরপুর স্বরাজ
শোভন অসীম অপরূপা দরাজ
সুনিবিড় প্রাকৃত বন্ধুত্বের বন্ধন
সুবাসে সুলভ সুমধুর আলিঙ্গন
ভালোবাসা প্রতিক্ষনে নিকষিত হেম
ভালোলাগা প্রতীকের জ্বলন্ত প্রেম
হৃদ- সেতারের অনুভবে অনুরণন
নিরন্তর ভাবনায় অপূর্ব রঙিন দান।
২.
অনুভবের রেখায়
ভালোবাসা এক মায়াবী কিবোর্ড
প্রয়োজনে শোভা দেয়
আয়োজনে রঙ আভায়।
ভালোবাসা এক রোপণীয় বৃক্ষ
যত্নে সতেজতা
রত্নে রঙীনতা।
ভালোবাসা এক বিশ্বাসী প্রতিষ্ঠান
দায়িত্বে ভরপুর
কর্তব্যে সুমধুর।
ভালোবাসা এক উৎসর্গকৃত বার্তা
নিঃস্বার্থ সহযোগিতা
বিশ্বাসে সহমর্মিতা।
-------------------------------------------------
২৭ শে সেপ্টেম্বর থেকে শুরু হবে "আগমনী বন্দনা"র কবিতা। তাই আপনি আজই পাঠিয়েদিন আপনার মৌলিক ও অপ্রকাশিত সেরা লেখাটি মেল বডিতে টাইপ করে। যথাযথ মর্যাদায় লেখাটি প্রকাশিত হবে অঙ্কুরীশা-র পাতায়।
ankurishapatrika@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন