রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

আজ থেকে শুরু হলো অঙ্কুরীশা-য় আগমনি বন্দনা কবিতা বিভাগ। আজ কলম ধরেছেন মাননীয় কবি আরণ্যক বসু।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।


আগমনি বন্দনা-১

আরণ্যক বসু 






আগমনি বন্দনা কবিতা —১

আরণ‍্যক বসু



শরতের গীতাঞ্জলি


কতদিন পরে শিউলি ফুটলো তোর সদ্য ঘুম ভাঙা দু-চোখের পাতায়!


চোখের পাতায় না বলে, আঁখিপল্লবে বলতে গিয়ে দেখলাম -- একটা বিরল হিরেকুচি ভোরে, 

আমাদের সমবেত বেঁচে ওঠাকে সার্থক করে, তুই খুউব শান্ত-স্নিগ্ধতায়  ধরেছিস গীতাঞ্জলির গান--

লেগেছে অমল ধবল পালে মন্দ মধুর হাওয়া 

দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া...


তোর অন‍্যমনস্ক আঁচলের অন্দরবিন‍্যাসে, দু-এক ফোঁটা শিশিরের ক্ষণিক বিচ্ছুরণ আমাকে বললো--তুমি ভালো আছো?


আমি এমন আশ্চর্য সোনা রোদে বুঁদ হয়ে, তোর হৃৎপিণ্ডের নরম ধুকপুকের সাথে দূরাগত ঢাকের আওয়াজ মিশিয়ে দিতে দিতে, ঠিক কী দেখলাম জানিস বনদেবী?


দেখলাম , মন্দাক্রান্তা ছন্দে তুই চেনা চেনা উমার আদল ছাপিয়ে , দেবী দূর্গা দশভূজা হয়ে যাচ্ছিস...

মন্ত্রোচ্চারণে ,ধুপ-ধুনোয় , ধুনুচি নাচের মুদ্রায় ও ছন্দে, আমার একান্ত নিজস্বতা থেকে, ক্রমশ সর্বজনীন...যা দেবী সর্বভূতেষু, মাতৃরূপেণ সংস্থিতা হয়ে যাচ্ছিস।


না কাশের বনে,

না বন-শিউলির পাড়ায় পাড়ায়,

না বারোয়ারি পুজো প‍্যান্ডেলের পিছনে জোনাকি-অন্ধকারে... 

হাত বাড়িয়েও তোকে আর ছুঁতে পারছি না।


জানি, বিসর্জনের নীলকন্ঠ, মা দুগ্গার হাতচিঠি নিয়ে  ফিরে গেলে , তুই আবার সেই -- আমার ক্ষণকাল-চিরকালের একমাত্র তুই হয়ে ,সান্ধ্য সংলাপ শেষে, গীতাঞ্জলি গীতবিতানের পাতায় লগ্ন হবি-- 

কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন , ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া ,সব পাওয়া,

দেখি নাই কভু দেখি নাই ...


আমার না লেখা মহাকাব‍্যের শেষ লাইনে এসে শুধু এইটুকুই লিখতে পারবো--তুই, বনদেবী না?


আর তুই?

আমাকে চিনতে পেরে, তোর শিশির-শিউলি মাখামাখি বুকের সবটুকু গন্ধ দিবি? নাকি, অস্বচ্ছ কাচের রোমান্টিক আড়াল থেকে, অন্তর্গত ঈশারায় হাতছানি দিবি?


কোনটা সত্যি রে , বনদেবী?









আজ থাকে শুরু হলো আগমনি বন্দনা কবিতা  বিভাগ। আপনিও এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত সেরা দুটি কবিতা আজই পাঠিয়েদিন। 

ankurishapatrika@gmail.com


১৬টি মন্তব্য:

  1. খুব সুন্দর।বনদেবী যেন কখন মা দুর্গা হয়ে উঠেছেন
    কবির দৃষ্টিতে। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন
  3. আরণ্যক বসুর সিগনেচার। নরম,মর্মস্পর্শী কবিতা।

    উত্তরমুছুন
  4. অসাধারণ। খুব ভালো লাগলো স্যার। 🙏🏻

    উত্তরমুছুন
  5. কী অসাধারণ কাব্যিক ব্যঞ্জনায় বনদেবীকে মা দুর্গার সর্বজনীন সত্তায় রূপায়ন করেছেন ,প্রিয় কবি।অপার শ্রদ্ধা ও মুগ্ধ ভালোবাসা।

    উত্তরমুছুন
  6. চমৎকার লিখেছেন। জন্য অনেক শুভকামনা রইলো 🙏
    কবি

    উত্তরমুছুন
  7. খুব ভালো লাগলো। অসাধারণ সৃষ্টি।

    উত্তরমুছুন