সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

আগমনী বন্দনা-২।। তৈমুর খান।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।




আগমনী বন্দনা-২

তৈমুর খান






  ১.  

  আবাহন

  

 ঘর-উঠোন সব নিকিয়ে রাখি

 উঠোন জুড়ে আলপনা দিই

 সবুজ ধানের হাওয়ায় এবার

 এই বাংলায় প্রাণ জুড়াবি।

 শোকের নদী যাক না বয়ে

 দেখ চেয়ে দেখ কাশের রাশি

 হাসনুহানা ফুটছেও তো

 আঁচল ভরে শিউলি নিবি।

 আর কিছু থাক না থাক

 বুকভরা তো আদর আছে

 না হোক দামি কাপড় চোপড়

 তোর জন্য দু'খান শাড়ি।

 হাওয়ায় কেমন আসছে ঘ্রাণ

 আকাশ নীল সমুদ্দুর

 কল্পনা সব নাও ভাসাচ্ছে

 উদ্বোধনের নতুন সুর।


  




২.

 আবাহন


 অসুরেরা মরবে এবার

 সত্য ও ন্যায় ছুঁড়ছে তির

 জাঁকজমক না-ই-বা হল

 আমরা উন্নত শির।

 মহামারীর মহাকালে

 মৃত্যু যতই চোখ রাঙায়

 জীবন ততই উদ্যমী হয়

 ভেঙে ফেলে মৃত্যুভয়।

 স্নেহের সুশীতল ছায়ায়

 প্রেমের প্রদীপ জ্বেলে

 পূজার ডালি সাজিয়ে রাখে

 মা তোর সব ছেলে।

 মনে প্রাণে বাজছে বাঁশি

 ঘরে ঘরে সবাই সূর্যসেনা

 মানবের এই মহাযজ্ঞে

 মা তুই আর বিলম্ব করিস না।















এই বিভাগে আপনি আজই দুটো মৌলিক ও অপ্রকাশিত কবিতা মেল বডিতে টাইপ করে পাঠিয়েদিন। মনে রাখবেন আপনার লেখা অঙ্কুরীশা পত্রিকায় সম্মানের সাথে প্রকাশিত হবে।


ankurishapatrika@gmail. com




২টি মন্তব্য: