শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

রবিবাসরীয় বিভাগ।। আজকের গল্প — পিছনগতি (একটি রম্যগদ্য) ।। দেবপ্রসাদ বসু।। Ankurisha ।। E.Magazine ।Bengali poem in literature ।।

 




রবিবাসরীয় বিভাগ

আজকের গল্প 


 পিছনগতি

(একটি রম্যগদ্য)

দেবপ্রসাদ বসু


                          প্রায় প্রতিদিনই অফিসে দেরি ক'রে আসে রমেন। প্রতিদিনই কিছু না কিছু অজুহাত খাড়া করে ম্যানেজারের কাছে। পনেরো পঁচিশ পঁয়ত্রিশ মিনিট তো জলভাত, দু-একদিন একঘন্টাও লেট হয়ে যায় অফিসে পৌঁছাতে তার। গা-সওয়া হয়ে গেছে সকলের। একদিন ম্যানেজিং ডিরেক্টর সকাল দশটায় অফিস এসে হাজির। এমনিতে তিনি এক দেড় দু-ঘন্টা পরে অফিসে আসেন। এদিন আসল চিত্রটা দেখলেন, প্রত্যেকেই কিছু না কিছু দেরি ক'রে ঢুকছে অফিসে। একমাত্র রমেনই দেরিতে আসায় গোল্ড মেডেলিস্ট। কিন্তু রমেন বেপরোয়া, যতই তারপর থেকে ডিরেক্টর দশটায় এসে হাজির হন না কেন। রোজই তাঁর সাথে রমনের যুক্তি-অজুহাতের দ্বন্দ্ব চলে। কোনও দিন বলে, আজ ট্রামের তার ছিঁড়ে গেছিল। আজ রাস্তায় একটা এক্সসিডেন্ট হয়ে খুব জ্যাম হয়েছিল। আজ অফিসে বেরোবার সময় শেষ মুহূর্তে খুব জোরে পায়খানা পেয়েছিল। আজ গিন্নির শরীরটা খুব খারাপ হয়েছিল, তার জন্য ডাক্তার-ওষুধ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। আজ ছেলেটার খুব জ্বর, পেটখারাপ ইত্যাদি-ইত্যাদি। তার মধ্যে হ'লো কী, একদিন খুব বৃষ্টি হ'লো অফিসটাইমে। রমেনকে দেরির কারণ জিজ্ঞাসা করাতে রমেন রুমাল দিয়ে ভিজে মাথা মুছতে-মুছতে বললো, 

— আর বলবেন না! আমাদের বাড়ির থেকে বাস রাস্তায় আসতে অনেকটা পথ! সে পথটা এত পিছল যে বৃষ্টির জলে কাদা হয়ে যায় এমন যে হাঁটাই দায়। না সারাই হয়ে-হয়ে পিচ উঠে-উঠে ইঁটের খোয়া বেরিয়ে মাটি জেগে উঠেছে। বৃষ্টি পড়লে হাঁটা দায়। যত জোর হাঁটি, দু'পা এগিয়ে যাই তো তিন-পা পিছিয়ে যাই। ওমা! দেখি ক্রমশঃ বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি। তাহলে এলেন কী ক'রে! ম্যানেজিং ডিরেক্টরের কৌতূহলী প্রশ্নের উত্তরে রমেন গম্ভীরসে বলল, —সে আর বলেন কী! একটা বুদ্ধি এলো মাথায়। তারপর বাড়ির দিকে মুখ ক'রে হাঁটা লাগলাম। ওমা! যা ভেবেছি তাই! তারপর দেখি, দু-পা এগিয়ে তিন-পা পিছতে-পিছতে বাস রাস্তায় এসে পৌঁছলাম। তারপর আরকি! বাস ধ'রে কোনোক্রমে এলাম। 

                          অফিসের সকলের সে কী হাসি! ম্যানেজিং ডিরেক্টর জীবনের সেরা অভিজ্ঞতা লাভ করলেন। বুদ্ধিমানের মতো আর তর্কে না গিয়ে চুপ ক'রে গেলেন।








রবিবাসরীয় বিভাগে আপনিও আজ আপনার অপ্রকাশিত লেখাটি পাঠিয়েদিন। 
ankurishapatrika@gmail.com



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন