আগমনী বন্দনা - ৪.
ইউসুফ মোল্লা
১.
প্রকৃতি-সন্তান
তোমার ছবি স্বচ্ছ কাঁচের জলে দেখছিলাম,
তুমি তাকিয়ে ছিলে আমার দিকে।
একটা পাখি উড়ে গেল পাশ দিয়ে,
ফুল ঝরে পড়লো সেই জলে ---
তোমার ছবি ভেঙে গেল মনের আয়না থেকে!
তোমার সন্তান আজও আমার সাথে খেলা করে,
ঘাস-পাথর সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে।
মাঝে মাঝে ভুল করে, আয়না-জলে ঢিল ফেলে।
তোমার ছবি কেঁপে ওঠে,
তবুও ওকে কিছু বলিনি আজও।
তুমি পাখি হয়ে ফিরে এসো,
তুমি ফুল হয়ে ফুটে থেকো,
তোমার সন্তান পাখি দেখে, ফুল তুলে,
ঘুমিয়ে যাক প্রতি রাতে।
২.
ডুকরে ওঠা কান্নাগুলো
আমার বিয়ের প্রথম রাতেই বৌকে দেখেছিলাম,
আতর ছড়িয়ে সমস্ত ঘর সুগন্ধ করতে।
একটা বছর কেটে গেল....
একটা সন্তান এল তার কোলে।
আজও প্রতি রাতে আতর ছড়িয়ে রাখে মেঝেতে।
খিল দেওয়া দরজার ওপারের পড়শীগুলো,
সন্তানের কান্নার আওয়াজ শোনে।
মাঝে মিশে যায় ডুকরে ওঠা কান্নাগুলো!
ankurishapatrika@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন