প্রেমের কবিতা -৫৮
কেতকীপ্রসাদ রায়
১.
প্রচ্ছদ
কতটা ধৈর্যে বসে থাকতে পারো তপ্ত রৌদ্রে, দেখি।
ঠিক বসা নয়,
আধশোয়া।
অশ্বখুরের হওয়ায় খসে পড়ুক চঞ্চল আঁচল ;
দেখি, নধর নিতম্বে কালো জড়ুল।
আর খাঁজে খাঁজে অনাবিষ্কৃত ভাস্কর্য।
এইতো ঠিক এইভাবে তপ্ত রৌদ্রে পুড়ে তামা হও ;
শেষ তুলির টান দেবো বিষন্ন রৌদ্রে।
কথা দাও,আর কোনো প্রচ্ছদে রেবেকা হবে না তুমি ;
আমিতো যামিনী রায় হতে চাই।
২.
অপেক্ষায়
কেউ ভালোবাসে না...
অত্যাচারীর মতো সবাই ছিনিয়ে নেয়।
অথচ উৎকর্ষের প্রেরণায় সাজিয়ে রেখেছ ডালা
ফুলের স্তবক নিয়ে দাঁড়িয়ে থাকো
অথবা দরজা খুলে অপেক্ষায়।
অভিমানী মন বিদ্রুপ করে,
কিসের ভরসায় সাজিয়ে রেখেছো এ সৌরজগৎ...
মাটির সংসার চুয়ে পড়ে জল ;
ঘোলা জল।
মুহূর্তে হারিয়ে যাবে দু'চোখের লবণ জলে।
আগমনী বন্দনা কবিতা বিভাগে আপনি আপনার মৌলিক ও অপ্রকাশিত কবিতা দুটো মেল বডিতে টাইপ করে পাঠিয়েদিন।
ankurishapatrika@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন