প্রেমের কবিতা -৫৪
দেবাশিস চক্রবর্ত্তী
১.
তোমার দুচোখে
যদি তোমার দু'চোখে একদিন চোখ রাখি
তোমার দু'হাতে ফুটে উঠবে ছায়াপাখি সার দিয়ে
তোমার গহন কালো চুলে জ্যোৎস্নারা ডাক দিয়ে যাবে।
অনেক আলোকবর্ষ পার করে সিদ্ধেশ্বরী খাল থেকে
তোমার পায়ের পাতার ছাপে শাপলার ফুল এলোমেলো
খেলা করে যাবে তোমার মিষ্টি গন্ধ বুকে নিয়ে।
যদি তোমার দু'চোখে চোখ রাখতে পারি একদিন
অনেক অনেক দিন পরে শ্বাস নেব, তুমি জান না
চোখ মেলে আবার তাকাব পৃথিবীর আশ্চর্য রূপের দিকে।
কোন নীহারিকা থেকে দ্রুততম পথে ওই দুই চোখ হয়ে,
তোমার অজানা জানি , সেদিনই প্রথম আলো ধুয়ে দেবে
অন্ধকারে ঘুমিয়ে থাকা আমার জীবন্ত ফসিল।
তোমার দু'চোখ থেকে খুঁজে নেব বেঁচে উঠবার
রস ও রসদ ... যদি একবার,
একবারই চোখ রাখি একদিন।
২.
মিস ইউ
কাকে যে বলেছি ঘোর ঘুমে "মিস ইউ " কি জানি।
নতুন পাতারা, সবুজ হয়েই তো চারপাশ মাতিয়ে রেখেছ
বুনো পায়রার দল, বকম বকমে এখনও সরগরম
এমনকি চলতি পথেও অজস্র মনস্ক আনাগোনা
তবুও কাকে কাল এত মিস করলাম কিছু বুঝছি না।
আজ রাতে ফিরে এসো আবার, যেন আমি বা
আমরা বুঝতে পারি কোন অতল থেকে উঠে এসে
তোমায় বা তোমাদের এতটা হারিয়ে ফেরত পেতে
এতটা উন্মুখ হয়ে আছি। এই এখনই দিনশেষ ক্লান্তিতে
বুজিয়ে দিলাম চোখের পাতা আর মনের ভেসে থাকা।
ফিরে এসো , ভেসে এসো দেখি কোন আলো আঁধারির
আড়ালে লুকিয়ে থেকে ডাক। আমি তো দুহাতে আজও
জড়িয়ে রেখেছি যে আবার শুনবে আজ সেই ডাক তাকে।
ফিরে এসো তোমার শরীরে আবার সমুদ্র ফেনার স্বপ্ন নিয়ে
তার কাছে তোমার অস্পষ্ট অবয়ব মেলে দিও, মিস ইউ।
আরও পড়ুন ✍🏾✍🏾
*প্রেমের কবিতা পর্ব-৫৩*
*আজকের কবি*
*মুক্তি দাশ*
https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_20.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন