সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

প্রেমের কবিতা -৫৩।। মুক্তি দাশ।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




প্রেমের কবিতা -৫৩

মুক্তি দাশ 



কিছুই পারিনি নিতে 



আমার  দগ্ধ কিশোরবেলা

আমার  স্মৃতির শরীর-চাটা

আমার  প্রথম প্রেমযমুনায়

উথাল-  পাথাল সাঁতার কাটা।


চাঁদ  বড়ই স্বপ্নপ্রবণ -

তুমি  চিৎ হয়ে শুয়েছিলে,

আমার  রাগ-অনুরাগ যত

তুমি  জোছনায় ধুয়ে দিলে! 


তোমার  মনে পড়ে রাজকন্যে,

সেই  জানলায় চিঠি ছোঁড়া -

তোমার  দুইচোখে থির বিজুরি

আমার  পক্ষীরাজ যে খোঁড়া


তোমার  ফ্রকচ্যুত ছেঁড়া হুক

আর  বিনুনির লাল ফিতে -

তুমি  দিয়েছিলে মুঠোভরে

আমি  কিছুই পারিনি নিতে!











আরও  পড়ুন 👇🏾👇


*আজকের মুক্ত গদ্য* 

 *বৃষ্টিভেজা  তালের গন্ধ* 

 *অনিন্দিতা শাসমল* 

🪔🪔🪔🪔🪔


https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_34.html




২টি মন্তব্য:

  1. খুব ভালো লাগলো কবিতাটি পড়ে।প্রেম মুঠো ভরে দিলেই
    তো নয়। যার উদ্দেশ্য করে দেওয়া তার গ্ৰহণ করাতেই তো
    সেই প্রেমের সাফল্য।

    উত্তরমুছুন