প্রেমের কবিতা -১৫
গোবিন্দ মোদক
১.
প্রেমের মানে
প্রেমের মানে ক'জন জানে, বিষয় গবেষণার,
প্রেম নগরে হরেক মজা প্রেমের জাদু-টোনার।
প্রেমের মানে যেমন সহজ, তেমনই তা জটিল,
প্রেমের পথ বড়ই বক্র, ভীষণ রকম কুটিল।
প্রেমের মানে খুঁজতে গিয়ে — কতো মহারথী,
হারিয়ে গেছেন প্রেমের ভিড়ে, এমনই হয় গতি !
প্রেমের মানে অভিধানে — থাকে না যে লেখা,
প্রেমের চশমা না পরলে প্রেমকে যায় না দেখা।
প্রেমের মানে ছোট-ও জানে, জানে নাকো বড়ো,
তারা শুধুই হিসেব কষে — বুদ্ধিতে নয় দড়ো !
প্রেমের মানে নানা রকম —স্নেহ প্রেম প্রীতি,
ভালোবাসার মনের টানেই প্রেমের রীতি-নীতি।
প্রেমের মানে খুঁজলে তুমি — বিরহটাই পাবে,
প্রেমের দহে তলিয়ে গিয়ে — হাবুডুবু-ই খাবে !
প্রেমের আমি, প্রেমের তুমি, প্রেমেই পরিচয়,
নাক মুলছি, কান মুলছি, প্রেমের-ই হোক জয় !
২.
অন্য এক প্রেমের মহাকাব্য
"প্রিয়তমাসু" কথাটি লিখলেই আমার প্রেম পায়,
পৃথিবীর সমূহ কৃষ্ণচূড়া ভিড় করে আসে মনের আঙিনায়,
ফুলকে আরও সুন্দর লাগে ...
জোছনাকে মোহময়ী মনে হয় ...
আর চাঁদের আরশিতে তোমার মুখ দেখতে পাই।
কখন যেন চরাচর জুড়ে নামে রিমঝিম শ্রাবণ,
দু'জনের ভিজতে থাকার মুহূর্তগুলি কাব্যিক হয়ে ওঠে,
জন্ম নেয় অবিরাম কবিতার ;
ছোট ছোট শব্দের নুড়ি টুংটাং বাজে
প্রেম-সঙ্গীতের মতো সুরেলা হয়ে।
তখন কপোতের বুকের মতো নরম উষ্ণতা
জন্ম নেয় শরীর জুড়ে ...
আর তোমাকে খুঁজে পাওয়ার চরম আশ্লেষে
আমি লিখে ফেলি অন্য এক প্রেমের মহাকাব্য।
আরও পড়ুন 👇🏾👇🏾
ধারাবাহিক রহস্য উপন্যাস
---------------------------------------
আজ পর্ব-২
অনন্যা দাশ
💍💍💍💍
https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_19.html
দুটি কবিতাই খুব সুন্দর। সুখপাঠ্য ও মনোমুগ্ধকর।
উত্তরমুছুন