শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা-১৮ ।। বিকাশ দাস।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 





প্রেমের কবিতা-১৮

বিকাশ দাস 


১.

অন্তর্লীন


আমি তাকে ছুঁয়ে দেখি 

পাথরের চরাচরে ফুল ফুটেছে

পৃথিবীর সমস্ত বিষাদ ধুয়ে গেছে 

জীবনের উত্থান পতনে রোদপোড়া বালির ভেতর সমুদ্রভোগ। 


আমি তাকে ছুঁয়ে দেখি

গোটা আকাশ লাবণ্যে ভরেছে

দু’চোখে নিপুণ দৃষ্টি দিয়ে গেছে 

সুখ-দুঃখ-শোক খোদাই করে মৃত্যুর সত্যি দিয়ে অমৃতযোগ।  


শরীর মেলে আকাশের দিকে চেয়ে ঘরে পথে আলোয়

খুঁজে নিতে প্রকৃতির দেউড়িতে ধ্যানমগ্ন তপস্বী হৃদয়। 





২.

উন্মীলন


তোমাকে ছুঁয়ে     সমস্ত অসুখ-বিসুখ উধাও

তোমাকে ছুঁয়ে গৃহস্থালির ভালোবাসা শুধাও।  


তোমাকে ছুঁয়ে 

নদী...সমুদ্র-মগ্ন ভালোবাসা।  

গাছ...অরণ্য-মগ্ন ভালোবাসা।  

চাঁদ...জ্যোৎস্না-মগ্ন ভালোবাসা।   


তোমাকে ছুঁয়ে 

যতদূর যাই তোমাকে কাছে পাই 

আমি কষ্ট পেলে 

আজও তোমার বুকে জায়গা পাই।  






আরও পড়ুন 👇🏾👇🏾


❤️প্রেমের কবিতা পর্ব-১৫

----------------------------------------

      আজকের কবি —

       গোবিন্দ মোদক। 


https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_69.html





    

৪টি মন্তব্য: