সোমবার, ১৬ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা —১০।। সৌমিত বসু।।Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 




প্রেমের কবিতা —১০

সৌমিত বসু


১.

মায়া বৌ- ৭৭

               

বিকেল আকাশ জুড়ে লাল লাল মেঘ
মনে হয় মায়া বৌ আঙ্গুল কেটেছে।

কালো মেঘ ছেয়ে আছে বাদল আকাশ
মনে হয় মায়া বৌ বমি বমি জ্বর।

জঙ্গলে ঘুরপথ কিভাবে বেরোই
মনে হয় মায়া বৌ হারিয়ে ফেলেছি।

আকাশ রঙ্গিন করে জেগেছে দেওয়ালী
মনে হয় মায়া বৌ বেশ ভালো আছে।

এভাবে আকাশ দেখে মন বুঝে নেওয়া
মায়া বৌ চিনিয়েছে দূর ছাদ থেকে।

 



২.
মায়া বৌ - ৪৯ 
                

স্বপ্নগুলো রাতের চেয়ে দামি
বইছে কথা ছোটবেলার মতো
বৃষ্টি এলে চেনা বিকেলবেলা
উঠতো ফুটে হারিয়ে যাওয়া ক্ষত।

তখন তুমি কোথায় তোমার চুল
ছড়িয়ে দিয়ে মেঘের ওপর বসে
ডাকছো আমায় আকুল করে ডানা
যেমন শিকড় নীরবে জল শোষে।

লম্বা বিকেল একটা সরু নদী
মা হারানো ধূ-ধূ মাঠের পরে
আসবে বলে বাঁধের ওপর একা 
আজও পোড়ে অপেক্ষা আর জ্বরে।









আরও পড়ুন 👇🏾👇🏾



https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_14.html


২টি মন্তব্য:

  1. দুটি কবিতাই খুব সুন্দর এবং সুখপাঠ্য। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন
  2. ~
    বাংলা ভাষায় বাঙলা ও বাঙালির অনলাইন সাহিত্য পত্রিকা অনুসর্গতে লেখা পাঠাতে পারেন আপনিও। আপনার অপ্রকাশিত সেরা লেখা (ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, উপন্যাসসহ অনন্য সাহিত্য নির্ভর লেখা) পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।

    – সম্পাদক, অনুসর্গ (https://anusargo.com)

    ই-মেইল: anusargo@yahoo.com
    সাথে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি ও ছবি সংযুক্ত করবেন।

    উত্তরমুছুন