মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা -১১।। তন্দ্রা ভট্টাচার্য্য।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 



     প্রেমের কবিতা -১১

         তন্দ্রা ভট্টাচার্য্য 


১.

কিছুই  ভাবিনি

  
যা ছিল তখন তাকে নিয়ে ভাবিনি,  হাওয়ায় ভেসেছি মাত্র।বহুদিন কেটে গেছে,  আমিও   একা একা  চাদর বিছাই।  শুনসান মনের ঘরে 
জাবর কাটি পুরনো  গানের কলি। বারান্দায়  কুকুরকে  বাসি রুটি দিই,  পায়রা চড়ুই সবাই  খুঁটে খায়।
 কখনও  ফাঁকা থাকে ঘর উঠোন 
শুধু  ফুলগাছগুলো  নির্বিকার তার রূপ  নিয়ে।

আবার  হঠাৎ  কোনো  একদিন কুড়িয়ে  পাই।
যা চলে গিয়েছিল  হাওয়ায়  হাওয়ায়।
আমার ফিরে যেতে ভীষণ  লজ্জা  হয়।
 কিন্তু   হারিয়ে  ফেলা  তো এ জীবনে আর সম্ভব নয়। 




           
 ২.
 মন 

মানুষকেই তোমাকে  মন দিতে হবে
 সেখানেই  তো তোমার  আমার পংক্তি ভোজন।
যতদিন কলসি  ছিল ঐ জল খুব  প্রিয় ছিল।
এখন কলসি নেই পিপাসা  আছে  জলও আছে।
দুজনে মন্দির  খোঁজে  একই দেবতার।
দেহঘড়ি বেজে ওঠে ছেলে মেয়েটি 
বাদ‍্য যন্ত্রের মতো সুরে বেজে যায়।
মোমের মতো মন গলে পড়ে নিঃশব্দে‍‍র সীমানায়।




আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_27.html

1 টি মন্তব্য: