সোমবার, ১৬ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা —৯।। ভবানী প্রসাদ দাশগুপ্ত।।Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 





প্রেমের কবিতা —৯

ভবানী প্রসাদ দাশগুপ্ত 




১.

প্রেমের অভিসার 

তুমি আমার প্রাণের সখা
তাইতো ভালোবাসি,
যখন ডাকো অমনি একা
তোমার কাছে আসি।

সময় পেলে দু'জন মিলে
ছাড়ি প্রেমের বুলি,
আদর দিলে হৃদয় নিলে
কেমন করে ভূলি!

লাল পোশাকে দোহের চোখে
ভাসে প্রেমের আলো,
তোমার  নাকে  হাতটা রেখে
বলছি তুমি ভালো।

আমায় চেয়ে  অধীর  হয়ে
ভাবছো কেনো এতো?
সময়  নিয়ে  করবো  বিয়ে
হবো  মনের  মতো।




.
নদীর ঘাটে ললনা
 

ও ললনা লক্ষী সোনা
সুন্দর তোমার হাসিখানা,
কার লাগিয়া মন উন্মনা
সাথে লয়ে কলস খানা।

জল ভরিয়া কলস কাঁখে
চেয়ে আছো হাসি মুখে,
দৃষ্টি তোমার পথের বাঁকে
অপেক্ষায় মন আছে সুখে।

প্রকৃতিতে রূপের বাহার
দেহে মনে ভরা জোয়ার,
নদীতে সব কাটছে সাঁতার
ভাবছে পেলো জলের শাওয়ার।

প্রানের সখা আসবে একা
সখার সনে হবে দেখা,
কি আছে তার ভাগ্যে লেখা
হাসির মাঝে ভাবনা রেখা।

1 টি মন্তব্য: