লেবেল

মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা -২।। প্রেমাংশু শ্রাবণ।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




 প্রেমের কবিতা -২

প্রেমাংশু শ্রাবণ



১.
হস্তক্ষর

এখানে মীনাক্ষীর হিম বাতাসে শুয়ে থাকে
একাকী মাঝির চাঁদ
এখানে ছায়াহীন কাশবন, 
লুপ্ত বাঘের গন্ধ,
মাছেদের আঁশ চিহ্নিত জরা--
এখানে উজান নাই,
ভেসে যায় 
ভেজা গন্ধরাজের নোনা স্তন
ভাটির দিকে.....
গড়িয়ে যায় মেঘলা সাম্পান। 

হাহাকার জল,
অখন্ড পোড়ামাটি জুড়ে 
জলের হস্তক্ষর থেকে যায় । 




২.
একা মেয়েটি

একা মেয়েটি তার বিস্মৃত খোঁপায়
রেখে দিলো ভেঙে পড়া ঢেউয়ের জলহীন ফেনা,

যেহেতু নোনা জলের সঙ্গে তৃষ্ণার চিরকালীন আড়ি,
তাই সন্ধ্যা এলে
সিল মাছের চর্বিতে জ্বলে ওঠা
একাকী প্রদীপ ভেসে যায় 
মোহনার দিকে।










অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা
--------------------------------------
🙏🙏লেখা আহ্বান🙏🙏


👩‍❤️‍💋‍👨 অঙ্কুরীশা ই ম্যাগাজিনে শুরু হলো প্রতিদিন বিভাগে প্রেমের কবিতা পর্ব।

✍🏾এই পর্বে  দুটি করে কবিতা পাঠাবেন।  (১৬ লাইনের মধ্যে)।

✍️✍ বাংলা বানানবিধি মেনে  মেল বডিতে (অভ্র অথবা ইউনিকোড) টাইপ করে পাঠাবেন।

🙏এই বিভাগের  লেখা  যেন মৌলিক ও অপ্রকাশিত  হতে হবে।
🙏কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য হবে না।

🙏এই বিভাগে  আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা কিনা উল্লেখ করে দেবেন।

✍🏾 এই পর্ব চলবে ৯/৮/২০২১  থেকে ৩০/৮/২০২১ পর্যন্ত।

👇🏾আপনি আপনার  প্রেমের কবিতা আজই মেল করুন👇🏾
ankurishapatrika@gmail.com

✍️🙏আপনার এই পাঠানো  লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে।

🙏

নমস্কার।
ভালো থাকুন।
সুস্থ থাকুন।

সম্পাদক
অঙ্কুরীশা





৩টি মন্তব্য: