প্রেমের কবিতা -২
প্রেমাংশু শ্রাবণ
অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা
--------------------------------------
🙏🙏লেখা আহ্বান🙏🙏
👩❤️💋👨 অঙ্কুরীশা ই ম্যাগাজিনে শুরু হলো প্রতিদিন বিভাগে প্রেমের কবিতা পর্ব।
✍🏾এই পর্বে দুটি করে কবিতা পাঠাবেন। (১৬ লাইনের মধ্যে)।
✍️✍ বাংলা বানানবিধি মেনে মেল বডিতে (অভ্র অথবা ইউনিকোড) টাইপ করে পাঠাবেন।
🙏এই বিভাগের লেখা যেন মৌলিক ও অপ্রকাশিত হতে হবে।
🙏কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য হবে না।
🙏এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা কিনা উল্লেখ করে দেবেন।
✍🏾 এই পর্ব চলবে ৯/৮/২০২১ থেকে ৩০/৮/২০২১ পর্যন্ত।
👇🏾আপনি আপনার প্রেমের কবিতা আজই মেল করুন👇🏾
ankurishapatrika@gmail.com
✍️🙏আপনার এই পাঠানো লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে।
🙏
নমস্কার।
ভালো থাকুন।
সুস্থ থাকুন।
সম্পাদক
অঙ্কুরীশা
প্রেমাংশু শ্রাবণের কবিতা দুটি পড়লাম। খুব ভালো লাগলো। অনন্য প্রকাশ।
উত্তরমুছুনপ্রেমের এক অন্যরূপ উপলব্ধি হলো
উত্তরমুছুনসুন্দর কবিতা
উত্তরমুছুন