দুঃসময়ের কবিতা -৬৮
বাবলু গিরি
ফিরিয়ে দাও রোগমুক্ত পৃথিবী
কে এই -সূর্য চাঁদ আর তারাদের দাবার ঘুঁটির মতো সাজিয়েছে।
পৃথিবীর নগরীকে আজ কে করেছে প্রাণহীন,কোলাহলহীন।
কার ইশারায় - বংশগত আভিজাত্য,
আধুনিক অহংকার,ধর্ম ও অর্থের ভেদ, বিষাক্ত কামনা -জেগে ওঠে?
এই ভাইরাসের পৃথিবী মানবের জন্য নয়।
এই জ্বরা ব্যাধির পৃথিবী মানুষের নয়।
এই ধর্মাধর্ম রক্তাক্ত পৃথিবী মানবের জন্য নয়।
এই যুদ্ধের পৃথিবী মানুষের জন্য নয়।
মানুষের রক্তমাখা পৃথিবী মানবের জন্য নয়।
হে অনাদি বিজ্ঞানী -
জ্যোৎস্না মাখা পৃথিবীকে গর্ভবতী কর।
তার সন্তানের জন্য শান্তির বীজ বুনে দাও।
অঙ্কুরিত হোক মানুষের হৃদয়।
হা ঈশ্বর ফিরিয়ে দাও রোগমুক্ত পৃথিবী।
মানুষের যোগ্য করে তোলো মধুজার হৃদয়।
আরও পড়ুন 👇🏾👇🏾
http://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_10.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন