লেবেল

শনিবার, ১৭ জুলাই, ২০২১

আষাঢ়ে গপ্প কথা -২।। অমিত কাশ‍্যপ।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 




আষাঢ়ে গপ্প কথা -২


অমিত কাশ‍্যপ

দোলনা




সেদিন ছিল সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনো ছিঁটেফোঁটা, কখনো শুধুই মেঘলা। মেঘ যেন ঝুলে আছে আকাশের গা থেকে। বাজার দোকান সবই ফাঁকা।

বিকেল গড়িয়ে সন্ধে নামতেই এল সেই ভয়ংকর বৃষ্টি। হাওয়ার দাপট আর বৃষ্টি। কিছু পর কমল বটে। কিন্তু হাওয়া আর ঠান্ডা। আষাঢ় মাস হলে কি হবে।

বৃষ্টি এল, প্রবল নয়। রাতের খাওয়া শেষ হয়ে গেল ন'টার মধ্যে। অন্য দিন এগারোটা হয়। শহরতলি। বড় বড় বাড়ি, এখনো গাছপালা, পুকুর আছে। 

পুচকি, বছর পাঁচেক। ওর কাকা আমগাছে এক দোলনা ঝুলিয়েছে। সারাদিন ওখানেই। এখন স্কুল নেই। বৃষ্টির দাপট দেখে ওর কাকা বেঁধে দিল দোলনা আমগাছে। 

সবাই আমরা শুয়ে পড়েছি। রাত কত হবে জানা নেই। বৃষ্টি নেই। শান্ত ত্রিভুবন। হঠাৎ জানালায় চোখ যেতে মনে হল, দোলনা দুলছে। আবার ভালো করে দেখতে সন্দেহ অমূলক হল। দোলনা দুলছে। আধোআলোয় কেউ কোথাও নেই, দোলনা দুলছে।












অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা

-----------------------------------------------

🙏🙏লেখা পাঠান 🙏🙏 লেখা পাঠান 🙏🙏

---------------- ---------------- --------------------------------

✍️✍শুরু হলো অঙ্কুরীশা ই-ম্যাগাজিনে 'আষাঢ়ে গপ্প কথা' বিভাগ।

✍🏾 এই বিভাগ আজ থেকে  ৩০শে আগষ্ট ২০২১ পর্যন্ত  ক্রমশ  চলবে।

✍🏾✍🏾 এই বিভাগে ১০০ - ১২০ শব্দের মধ্যে গল্প মেল বডিতে টাইপ করে  পাঠানোর আবেদন জানাই।
🙏🙏 কোন প্রকার ছবি বা পিডিএফ  ফাইল গ্রহণ   যোগ্য  নয়।

✍🏾✍🏾 লেখা  অবশ্যই  মৌলিক ও অপ্রকাশিত  হতে হবে।
🙏এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা আজই  পাঠান। 👇👇👇

✍🏾✍🏾মেল-  ankurishapatrika@gmail.com

✍️🙏আপনার এই পাঠানো  লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে।

নমস্কার।
ভালো থাকুন।
সুস্থ থাকুন।

সম্পাদক,
অঙ্কুরীশা


২টি মন্তব্য: