দুঃসময়ের কবিতা -৭২
স্মৃতি শেখর মিত্র
১.
তোমার কথা ভেবে
তোমায় একটা চিঠি লিখবো
ভেবে ভেবে কাটালাম সারাটা সকাল
একটি ছত্রও গুছিয়ে লিখতে পারলাম না এখনো।
মৃত্যুর দিন যত এগিয়ে আসে
মানুষের ভাবনাগুলি এলোমেলো হয়ে যায়
দানা বাঁধে না কখনও।
কিন্তু তোমাকে শেষ চিঠিটি লিখে যাওয়া
আমার একান্তই দরকার।
তোমার জন্য ভেবেছি কতদিন
একটি কবিতা লিখি শুধু তোমার
কথা মনে রেখে তাও তো হলো না এখনও।
কত কিছুই তো ভেবে রেখেছি তোমার
কথা ভেবে ভেবে।
সে সব ভাবনাগুলি রূপ পায়নি আমার লেখায়
এলোমেলো ভাবনা দিয়ে কিছু হয়না কখনও।
তবুও বিশ্বাস রেখো একদিন একটা
গোটা মহাভারত লিখে ফেলবো শুধু তোমাকে নিয়ে।
শুধু সময়ের অপেক্ষা।
কারণ তুমি আমার ভালোবাসা
আমার জীবনের শুকতারা।
২.
শোক
ঘরে ঘরে কান্নার রোল
মৃত্যু মিছিলে সামিল হয়েছি আমরা
শশ্মানের পাশ দিয়ে চলে গেল যারা
কেউ কারো মৃতদেহ ছোঁয়নি এখনও
.
... সৎকার কে করবে?
কার শরীরে ভরা করেছে বিষ
কেউ তা জানে না
মৃতনগরীর ক্রন্দন উঠে আসা
ক্রমাগত ঢেউয়ের মতো
কেউ কারও নাভিমূল
খুঁজে পায়নি এখনও
তাই ধর্মের ঘরে
আর জ্বলবে না বাতি
পুনরায় পৃথিবী
শীতল হবে
শোকের ছায়ায়।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_13.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন