শেখ সিরাজ
১.
ছায়া পথিক
আলো ছিল গান ছিল
সেই জলসায়
আমার হাতে অনেক কাজ ছিল
তবু পেলাম তোমায়।
গন্ধ যেমন ছড়ায় ফুল
আপন মনে সুরে
তেমনি তুমি ছিলে প্রাণে
আমায় ঘিরে ঘিরে।
আমি তোমার ঝাড়বাতি
জ্বলন্ত ইশারায়
আমি মোম পুড়ে হয়েছি তরল
তোমার আঙিনায়।
তোমার চোখের ফাঁকে
আমি ক্লান্ত ছায়া পথিক
আমি ছিলাম রাজ কুমার?
নাকি শুধুই অতিথি।
২.
হারানো স্মৃতি
আজও সেদিনের মতো
রাস্তার ধারে খোলা জানালাটা দেখলাম
আগের মতোই রোদ হয়ে হাসছে
বাঁকা তলোয়ার হয়ে তোমার ঘরের লাল মেজের উপর।
রঙিন পর্দা হালকা বাতাসে
দুলছে প্রজাপতির ডানার মত।
মনে হয় তুমি আজও দাঁড়িয়ে আছো
বকুলের মালা গেঁথে দিয়ে ছিলে আমায়।
শুকনো সে মালা আজও আমার ঘরের দেওয়ালে
দোল খায় শুধু দোল খায়।
৩.
প্রিয়তমা
জীবন যন্ত্রনায় জর্জরিত আমি
দিশেহারা আহত পাখির মতো
শান্তির নীড় খুঁজতে যখন ব্যস্ত
তখনই তোমার চোখ আমার শান্তির ছায়া।
চলার পথে হলো দেখা
উপশমিত হলো না ব্যথা
প্রেমের সাগরে করি অবগাহন
কখন যে এক হলো দুটি মন
আমি বুঝতে পারিনা হৃদয় রানী
প্রিয়তমা নীলাঞ্জনা তোমাকে না পেলে
যেতাম হারিয়ে
মহাকাশের মহাশূন্যে
তুমি যে আমার স্বপ্নে দেখা অচিনপুরের রাজকন্যা।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_18.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন