লেবেল

বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা-৪৮।। জহির খান।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 




দুঃসময়ের কবিতা-৪৮

জহির খান




অভ্যন্তরীন প্রেম



খুব দূরে খুব করে বসে থাকে পোষা কুকুর
মাছের কাঁটায় তখন বিড়ালের ঠোঁটে চোট
কোলাহলে মেতে পাতিহাঁসের ছানা- পোনা
সদর উঠোন জুড়ে হাসে সোনালী রোদেরা
ভাব করে হেঁটে যায় কোমল ভেষজ শরীর
টেরাচোখ ফেরানোটা বড় দায় হয়ে পড়ছে

আর
বারান্দায় বসে এক কোকিল বসন্তের ভোর
কামভাব ছলাকলায় পিনিক উঠায় জিহ্বায়

অথচ
উষ্ণ বৌ এর গায়ের গন্ধে মাতোয়ারা দুপুর
এই-সব প্রেমে পোয়াতি হয় বিকেলের গান

সু সন্ধ্যা লজ্জায় মুখ লুকায় প্রতিবেশী ঢেরায়
এখন নিবোর্ধ রাত সুরা পান করে পাহাড়ে উঠে।










আরও  পড়ুন 👇🏾👇🏾👇🏾



https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_95.html





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন