মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -৩২।। গৌতম বাড়ই।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।

 





দুঃসময়ের কবিতা -৩২

গৌতম বাড়ই



ভগবান জীবিত আছেন





চ্যানেলে চ্যানেলে বর্বরতার ভাষ্য
আর
আমাদের লাভ- ক্ষতির অঙ্ক সাজাচ্ছিলাম
একটা ডিজিটাল ডিসপ্লে- বোর্ড
তাতে বাঘ কুমির হাতি যোগা ভোগার বদগল্প
ছাতি ফাটছিল শূন্যতার ধূসর গহ্বরে
মৃত্যু এখন সরীসৃপের মতন
বুকে হেঁটে নদীর জলে



আমরা দেশের সংজ্ঞা পাল্টাচ্ছিলাম
একটু একটু করে তারপর
বিদ্যুতের ঝিলিক
দেশ বুঝি একটা বৃহত্তম বাজার
বেণিয়াবাজার মানে এই মরণফাঁদ
কেউ কাউকে ছুঁয়ে দেখিনা ভালোবাসায়
ভালোবাসার স্বাদ এখন ভোগ্যপণ্যের থালায়

এসো গাছ জঙ্গল জল ছুঁয়ে দেখ
মানুষের বিধ্বস্ত হাত ধরে
টেরেসা মাদারের পা ছুঁয়ে বসে
স্বামী বিবেকানন্দের মুখোমুখি দাঁড়াও
ভগবান এখনও দিব্যি জীবিত আছেন
পুঁথির মতন গাল-গল্প নয়----










আরও  পড়ুন 👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_14.html

1 টি মন্তব্য: