সোমবার, ১৪ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -৩৩।। অশোককুমার লাটুয়া।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 





দুঃসময়ের কবিতা -৩৩


অশোককুমার লাটুয়া 






আগের মতো আর ওঠেনা তো ঢেউ

          



ঘেয়ো কুকুরের মতো দূষিত বাতাসে বিকলাঙ্গ সময়।

জমে উঠেছে রাত্রিদিন

তন্দ্রাহীন

ক্লান্তির পাহাড়।

মনখারাপের ফণিমনসার কাঁটায় গোপন অবাধ রক্তক্ষরণ।

বারোটা থেকে বারোটা ঘড়ির কাঁটা।

ক্রমাগত ঘাড় কুঁজো ক'রে উটের মতো হাঁটা।

আদিগন্ত মানুষের অন্তহীন কাজের সমুদ্রে 

আগের মতো আর ওঠেনা তো ঢেউ।

শব্দ নেই, গন্ধ নেই, স্পর্শ নেই

গল্প নেই, স্বাদ নেই

নেই কোনো মূর্চ্ছনার তাগিদ বিষন্ন প্রহরে। রক্তের ভিতরে  কোনো গান নেই গ্রামে ও শহরে।

দুঃস্বপ্ন আর দুঃসময় এখন নিয়ত অতিথি। খোলা দরজা বন্ধ রেখে আপ্যায়ন বিরতি।

ভীষণ সংক্রান্তি তবু পার হতে হবে।

জানিনা আবার কবে দরজা খোলা হবে নিজেদেরই হাতে।






আরও পড়ুন 👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-e-magazine-bengali-poem-in_13.html


২টি মন্তব্য: