দুঃসময়ের কবিতা —৩৪
দেবাশীষ মুখোপাধ্যায়
শূন্যতাকে ভরিয়ে দেয় জীবন
দুয়ারে প্রদীপ জ্বেলে জীবন অপেক্ষায়
মৃত্যুর আরতি করবে বলে
চারিদিকে আলোর রেণু ছড়িয়ে
এক হয়ে তারা তৈরি করে এক আলোকবৃত্ত
বৃত্তের মাঝে রাশি রাশি লড়াকু মুখ
মুখগুলো অগ্নি গোলকে পরিণত হচ্ছে ধীরে
মৃত্যুর চিতা সাজাবে বলে
সময় দূরে দাঁড়িয়ে দেখছে সব
মুচকি হেসে জীবনের দিকে তাকিয়ে
মৃত্যুর চিতা জ্বলতে থাকে লেলিহান
এদিকে বীজের কোল ছেড়ে উঠে দাঁড়িয়ে
হাওয়ায় দুলতে দুলতে সব দেখে সবুজ গাছটা
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_15.html
সুন্দর
উত্তরমুছুন