১৯শে মে ১৯৬১ সাল
একাদশ ভাষা শহিদ দিবস
শ্রদ্ধাঞ্জলি
নিবেদনে-আরণ্যক বসু
(উনিশ ও একুশের ভাষা শহিদ,তোমাদের কোনোদিন ভুলবো না)
১.
একষট্টির মাটি
শ্যামলিমা,চলো, শিলচর ঘুরে আসি,
বুকের অতলে দুখজাগানিয়া ঢেউ;
মাথার ওপর দারুণ গ্রীষ্ম ভাসছে,
এমনি এসেছি,আসতে বলেনি কেউ।
সকালের শেষে,ফুলে,কবিতায়,সুরে,
ভালোবাসা ঢেলে মানুষ গিয়েছে ফিরে:
আমরা তখনো অবাক গাছের কোটরে,
হাতে হাত রাখা কান্নার মীড়ে মীড়ে।
শ্যামলিমা, তুই শহিদের কথা বলবি,
শুনবে আকাশ,ঘাসের শীতলপাটি;
ফিরে আসবার আগে তো কুড়িয়ে নেবোই--
একষট্টির এই এতটুকু মাটি।
শ্যমলিমা,চলো,অনাবিল হাওয়া ডাকছে,
স্মৃতির সকাল শহিদের মুখ আঁকছে!
২.
হৃদয়ে গিয়েছে ঢুকে
তারা থেকে গেছে ভরা জোয়ারের স্রোতে
প্রথম জ্যৈষ্ঠে ,বাংলা ভাষার নামে
তারা সব আছে বিস্মৃতিহীন স্মৃতিতে
উপত্যকার সাদা কালো অ্যালবামে
শিলচরে গিয়ে প্রণাম জানানো হলো না
অপেক্ষা করে জীবন ফুরিয়ে যাবে
তবু প্রতিদিন স্বপ্নে পৌঁছে যাই
যেখানে কুঁড়িরা বৃন্তকে ফিরে পাবে
ও মায়ের ভাষা, আবার ফিরিয়ে দাওনা ,
উনিশের আর একুশের ভালোবাসা,
সহিষ্ণুতার এই আকালের দিনে
অন্ধকারের দৃষ্টি সর্বনাশা !
তোমার রক্ত মুছে দিল রোদ,জল
তবু তার রেশ তুলিতে এঁকেছি বুকে
ঢাকা শিলচরে হাতে হাতে বাঁধি সেতু
গান ও কবিতা হৃদয়ে গিয়েছে ঢুকে ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন