আজকের কবিতা
মোঃ ইজাজ আহামেদ
১.
অচেনা
একদিন বের হলাম ভ্ৰমনে অপরাহ্নে,
সাইকেলে করে চলে গেলাম সেই পথগুলিতে
যেই পথগুলিতে স্কুল জীবন কেটেছে;
আম বাগানের মাঝ দিয়ে চলে যাওয়া মেঠো পথ;
সবুজ মাঠের মধ্যে চলে যাওয়া লাল মাটির পথ;
ক্ষেতে চাষে ব্যস্ত থাকতো চাষী;
চারিদিকে শুধু সবুজের সমারোহ;
আকাশটা সবুজের সীমানায়
মিশে যেত দিগন্তরেখায়;
কিন্তু আজ সেই বাগান নাই,
নাই আঁকা বাঁকা সাদা ও লাল পথ;
দিগন্তরেখা দেখা যায় না;
কংক্রিটের পথ,
উঁচু উঁচু বাড়ি,সব অচেনা;
বৃষ্টি ভেজা মাটির গন্ধ এখনো আমার নাকে লেগে আছে
কিন্তু সেই গন্ধ নেই, আজ আর পাইনে।
অনেক পরিবর্তন হয়েছে।
সময় পরিবর্তন করে দিয়েছে।
২.
মুক্তি দাও
হে পরম দয়াময়, মুক্তি দাও মোদের
এই বিশ্ব ত্রাস ভাইরাস থেকে;
নৈরাশ্য দিন, নিঝুম রাত্রি, আকাশে কালো মেঘ
অসুস্থ পৃথিবীবাসী,
হে প্রভু,বর্ষণ করো তোমার দয়ার বৃষ্টি;
পৃথিবীর আকাশে করোনার কালো
মেঘ সরিয়ে উদিত করো আরোগ্য-মুক্তির আলো;
দূর করো মানুষের অন্তরের গগনে পরিপূর্ণ থাকা শয়তানির কালো ধোঁয়া;
হে পরম দয়াময়, মোদের জমা পাপের পাহাড় ক্ষমা করো;
উদারতার, সম্প্রীতির,মানবিকতার সূর্য,চন্দ্র
মানুষের হৃদয়ের অম্বরে উদিত করো;
বিশ্ববাসী করোনার জেলে বন্দি হয়েছে,
আটকে পড়েছে মৃত্যুর জালে;
হে রক্ষাকর্তা, এই মহাবিপর্যয় থেকে মোদের মুক্তি করো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন