গুচ্ছ কবিতা
প্রতাপ সিংহ
ভাতের উপর
দু-তিনটে মাছি বসেছে ভাতের উপর
কিছুতেই তাড়ানাে যাচ্ছে না
হাতপাখার বাতাস করছে, মাছি পালাচ্ছে না
আসলে আমরা ভাত খাব আর
এই গনগনে দুপুরবেলায় মাছি উড়ে উড়ে এই দৃশ্য দেখবে, তা কি হয়?
করোনা
আজ তোমাকে কোনো গান শোনাতে হবে না
সব গানই আজ বেসুরো
মনে হচ্ছে গলা ভেঙে গেছে বশে নেই
এমনিতে আজ তুমি খুব বিমর্ষ,
ভয়ে আছ
ভাবনায় আছ
যদি কিছু হয়ে যায়
মনে হয় তোমার গানে আজ
করোনা কামড় বসিয়েছে।
হাজার তারার আলো
আকাশে হাজার তারার আলো।
এই আলােটাকে কেউ ধরতে পারে না,
সমস্ত জীবন দিয়ে অন্ধকারের ভেতর
একমাত্র তুমিই ধরে রাখতে পেরেছ।
আমি একটা দূরের মানুষ,
একটু বােকাসােকা, প্রতিদিন
রাস্তা ভুল করে ফেলি।
সীমাহীন অন্ধকার থেকে তোমাকে
একেকদিন দেখতে পাই,
আমার ছেঁড়াখোঁড়া মনের চারপাশে
তুমি জ্বলজ্বল করে জ্বলছ।
ভারী দিব্য তােমার শােভা!
দুর্দান্ত কবিতা। করোনা খুব ভালো।
উত্তরমুছুনআন্তরিক শুভেচ্ছা
মুছুনপার্থপ্রতিম আচার্য
উত্তরমুছুনদুর্দান্ত কবিতা। করোনা খুব ভালো।
উত্তরমুছুন