যদি ফিরে না আসি
যদি আর না আসি ফিরে
তবে কী রাখবে মনে?
তুমি খুজবে কি আমায়
যদি আর ফিরে না আসি।
জোছনা ভেজা মৃত্তিকায়
বাংলার শ্যামলীমার নিস্তরঙ্গ নীড়ে?
তুমি খুঁজবে কি আমায়,
তোমার নিত্য কাজের ভিড়ে!
আমি হারিয়ে যাবো, জীবন থেকে
কোন এক নিকোষ কালো রাতে
তোমায়, তোমায় মুক্তি দেবো
বন্ধনহীন গন্থিল জীবন থেকে।
শব বাহকের ঘামে ভিজে যাওয়া হাতে -
খোঁজ না আমায়...
যদি আমি আর না আসি ফিরে।
মেকাআপ
গোলক জীবন
চুরি যাওয়া শৈশব বড় অগোছালো
ক্ষণে ক্ষণে ব্যবচ্ছেদ
সময়ের রঙহীন কৈশোরে
ফেরৎ আসেনা আর ;
নকশিকাঁথার নস্টালজিয়ায়
এলোমেলো দাড়িয়ে একাকার...
লেপটে থাকা প্রহরে এই আমি আমি,
আমি নই ডাকে আটপৌরে জীবন
ভাঙ্গা স্বরে মুছে যায় মুখবন্ধ যৌবন
জীবনের অসীম রোপওয়ে দিয়ে দায় বাড়ে
থেকে যায় এপিটাফ ভাঙ্গা সেমেন্ট্রিক অনুরন।
নৈবেদ্য
সমুদ্রের সাথে এসে নদী মিলে যায়
থাকে যদি স্রোতের সম্মতি
তোমাকে যে কেনদিনই কিছু না বলে
মেনে নিয়েছি এ ক্ষতি।
এ ক্ষতি তৃষার চেয়েও বড়
আরও বড় যন্ত্রনার দীর্ঘশ্বাসসময়
আমার স্বপ্নের মধ্যে স্বপ্নে পাওয়া
সন্মতিই যেন সত্যি হয়।
আমার নিজের বলে যা কিছু
তা স্বপ্নে পোড়া ছাই
এখন অবশিষ্ট কিছু নাই।
যেটুকু রেখেছি –
খুব যত্ন করে একান্ত গোপনে
সেই এটুকুই স্বরচিত স্বপ্ন
রেখেছি সাজিয়ে মনে মনে।
তোমাকেও পাবার ইচ্ছা
সেই কবে থেকে তীব্রতর
এমন অচেনা তুমি
পড়তে পারিনি যার একটি অক্ষরও।
জানোই তো,
প্রেম ভালবাসা, খুচরো যা কিছু
দীর্ঘতম বৃক্ষের সমান
শাখা প্রশাখা পূর্ন হলেই তো পাওয়া যাবে পাঠ -অভিধান।
বৃষ্টি ভেজা জোছনায়
বৃষ্টি ভেজা জোছনা -নিঝুম রাত
টুপটাপ টুপটাপ
ঝিঁ ঝিঁ পোকা -ব্যাঙের দ্বৈত সারগাম
রাতজাগা পেঁচা রোমাঞ্চিত করে এই রাত।
মত্ত ময়ূরী পেখম মেলে জোছনায় নাচে
প্রেমলীলায় আবেগী মুদ্রায়।
তোমার অনঙ্গ শরীর ডাকে
জোছনায় ভিজে আমিও অপেক্ষারত
ময়ুরের আবেগী মুদ্রায় ; বুকে তুলে নাও।
বৃষ্টি মুখর রাত মাতাল করে
ঝুমুর তালে নৃত্য পাগল বৃষ্টির ফোঁটা
বৈষ্টমী ঢঙ্গে উত্তেজিত করে এই শরীর
তুমি লেপটে থাকো আমার বুকে
বৃষ্টি ভেজা জোছনায়।
নিশ্চুপ বেলা
বিষন্ন মন ভেসে ভেসে
একদম জল কিনারায়
সময় পালিয়ে যায়
আজ সে আলাপ থাকুক মুলতুবী..
তুমি এমন মানুষ -
আকাশ দেখ আঁধারে
পথ চলো চোরাগলির বাঁকে
হপ্তায় কষে রাখো জীবনের খরচ
অর্ধেক জীবন শেষে অঙ্ক কষো সম্পূর্ণের
ফেরার নাকছাবি শুধুই হুতাশন..
তুমি এমন মানুষ -
স্বর্ণচাঁপা ফোটেনা মনে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন