রাজার হুকুম
শাক খাব না মাছ খাবো
শাক দিয়ে মাছ আটকাবো
এসব নীতি চলবে না আর
যখন খেলার মাঠ পাবো
বলতে -বলতে চুনোপুঁটি
যেই বেরুলো সভা থেকে
রাঘব বোয়াল উঠল ফুঁসে :
বুদ্ধি যাদের গেছে পেকে
কোটাল ,তাদের মুন্ডু কাটো
বন্ধ করো লেখাপড়া
জ্ঞানের কথা বলবে না কেউ
জানিয়ে দিলাম বার্তা কড়া !
সিমির বেড়াল
সিমির বেড়াল ম্যাঁও ডাকে না
শব্দ করে 'মা '-'মা '-
বলে যেন গায়ের থেকে
দাও না খুলে জামা
কোন জামাটা ?সিমি ভাবে ,
অমনি দিদি মিমি
বল্লে : বেড়াল বুদ্ধিতে তার
ছোটায় কত কি মি
জানিস না তো ,মানুষের চান
গায়ের পোশাক খুলে
তোর বেড়ালের চান করাস তুই
শরীর ঢাকা উলে !
সাদা -কালো
বাঘের মাসি রাজধানীতে
এলেন কিছু আর্জি নিয়ে
কালো থেকে ধলো হবার
তুক জানাবেন রাজ্যে গিয়ে
আয়না ধরে দেখেন নিজের
রঙটা গায়ের বিকট কালো
সাবান ঘষে যায় না তোলা
হার মেনে যায় দিনের আলো
কালো ধরার ফাঁদে যদি
আটকে পড়েন অবশেষে
বোনপো রাজার সাধ্য কি তার
সাদা রাখেন নিজের দেশে !
ঘুমহারা শৈশব
ঘুমের মাসি ঘুমের পিসি
কোথায় গেল,ভাবি
আজকে কারো ঘুম আসে না
ঘুমের ঘরে চাবি
কে দিয়েছে ,কে ভেঙেছে
গল্পদাদুর আসর
খেলনা বোমায় রক্তে ভাসায়
পুতুল বিয়ের বাসর
ফেলনা তো নয় স্বপ্ন দেখা
ঘুম পাড়ানো শৈশব
কেড়ে নিয়ে পিঠের ব্যাগে
বসল চেপে বইসব !
ছড়াই পারে গড়তে
ছড়ায় আঁকি ফুল -পাখি -চাঁদ
ধানশালিকের বাংলাকে ,
বাংলা ভাষার জন্যে বাঁচি -
বলছে বলুক হ্যাংলা কে !
ছড়ায় আঁকি পদ্মা -মেঘনা
সবুজ মাঠ আর মাটির ঘর ,
কাঁটাতারের ঊর্ধ্বে জেনো
সবাই আপন ,নইকো পর !
ছড়ায় বাঁধি সম্পর্ক ,দেশ
ভেদাভেদের বৈরিকে ,
হটাবো ঠিক ভালোবাসায়
বলো আছো তৈরি কে !
ছড়ায় -ছড়ায় ছড়াবো আজ
মানবতার মন্ত্রটি ,
ছড়াই আবার গড়বে ,ভেঙে
ভাগাভাগির যন্ত্রটি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন