------------------------------
প্রদীপ্ত খাটুয়া
------------------------------
আনন্দ
আনন্দ, দ্যাখো, আয়োজন করে নেয়।
নিঃস্ব তাদের কাছে বিস্ময় রোদ;
আড়চোখেদেখি লুকোচুরি খেলছে শৈশব
আর, পাঠশালার অধ্যায়।
শিখে গেছি কিছু আগে। জিতেছি তাই
তেপান্তরের মাঠ। দু-এক পশলা বৃষ্টিকে বলি
সময়টা এখন তু তু ম্যায় ম্যায়।
আয়োজন যতই ছড়িয়ে পড়ুক রাজপথে
আনন্দগোলক সব ঘরে, রাস্তায়...
দীক্ষা
বারান্দায় ঝুলে আছে টব।
হলুদ ফুলগাছ।
অক্ষম চাকায় পিছলে গেল
বর্ষামুখর রাত।
ক্লান্তি লাগে। অক্ষরের ঘাম।
শান্তি দেহোত্তর!
বাতাস বইছে, ঘিলুঝড়।
নির্জনতার কোটর।
কিভাবো রাখবো তবে জল!
রক্তহীন আয়ু
শুকনো পাতায় নিমগ্ন দিন।
বৃষ্টি হচ্ছে স্নায়ুর।
আঁধারে নেমেছে আরেক সকাল-
দীক্ষার বহু স্তব।
কতদূর তুমি কেটে যাওয়া দিন
বেঁচে যাক শৈশব।
দূর আসেনা উঠোনের কাছে
প্রতীক্ষা শুধু জলের কাঁপন
সকাল এবং সন্ধে
এ-শরীর রাখবে কি সুখ
ভীষণ রয়েছি ধন্দে!
বহুদূরে ওড়ে কোমল বিষাদ
দিশাহীন বায়ুযানে
উঠোনে খসেছে পরিযায়ী ডানা
গহীন সংগোপনে।
ছায়া ছায়া দীঘি অতীত বিভুঁই
শীতলতা বিস্তর
সীমাহীন রোদ খেলছে ধূসর
ত্রুটিহীন ঈশ্বর।
শরীরে বেঁচেছি এ-জীবৎকাল
মন আজ একতারা
দূর ছুঁতে গিয়ে আঙ্গুল চারটি
আজো গোনে মাসোহারা !
ছায়ার খোঁজে
আনন্দ কোথায়! আনন্দ কিসে?
হিসেব করেই কাটছে প্রহর।
কল্পতরুর ছায়ার খোঁজে
সময় ছোটে বছর বছর।
বন্ধু স্বজন কয়েক যোজন
ভাটার টানে ফুরায় আশা;
ঘরের ভেতর ঝড় উঠলে
লুটিয়ে পড়ে বাবুইবাসা।
সদ্য ফোটা ফুলকে বলি
স্বপ্ন লিখিস ইচ্ছেমতন-
স্বপ্ন লিখিস হলুদ কুসুম
হৃদয় বাজুক যখন তখন।
লিরিক
রাতের আছে ফুরিয়ে যাওয়া কথা
ওষ্ঠে ঝিনুক আদিম প্রখর চোখ।
ডাইনে ঝুঁকে চিবুক তোলা ছোঁয়া
ঢুকেই দেখি গিলে ফেলছো ঢোক।
অপ্রকাশিত গদ্য ওপদ্য লিখে পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail. com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন