লেখনী পঞ্চাধ্যায়ী
দুহিতা-বচন
ভালো লাগে স্বপ্নহীন চোখে রাত জাগতে
অথবা দুঃস্বপ্নের চাদর মুড়ে ঘুমোতে।
নগ্ন পায়ে চলতে চলতে বেশ লাগে..
একা হাতে ব্যথার মলম লাগাতে।
রোদ-চশমার আবরন ছাড়াই
তাপে পুড়তে থাকা অবয়ব।
বিনা আভরনে ঘোর বৃষ্টি পথ,
সঙ্গী জলধা মেঘের ঘন-রব।
হত্যা করেছিএকাই, কত শত কু-আনন
ভেবো না 'পুমান', তোমা বিনা, ছন্নছাড়া
এ দুলালী কানন ।
সংশয়
এ বছর খুব বড় করে পুজো হবে না !
ওই যেটুকু না হলে নয় ...
শহুরে হুজুগে তাই বিষাদের কান্না ।
এ বছর ঢাকে কাঠি পড়বে না !
বিষন্ন যাপনের আঁচে ,আশঙ্কায়
ফোটে জল-আগুনের রান্না ।
শাঁখের আওয়াজে ভাসে আতঙ্কের সুর।
ভাত গুনে গুণতি শেখে সদ্য বালক।
এ বছর ঢাকে কাঠি পড়বে না...
সাজতে লাগবে না তার পাখীর পালক।
উপার্জিত প্রসন্নতাকে বুকে করে
গোধূলি ফিরবে না আর।
অপেক্ষায় থাকবে না তৃষ্ণা নিবারণের
এক ঘটি জল।
এ বছর ঢাকে কাঠি পড়বে না ...
'যন্ত্র-বাদ্য' ই আধুনিক চল্ ।
প্রতিবাদহীন
বন্-বন্ করে ঘুরছে জোরে
অগ্রগতির চাকা।
ভবিষ্যতের অক্সিজেনটা
সিলিন্ডারেই রাখা।
সচেতন বলে দাবি করে সব অসভ্যদের দল
জলাভূমি তাই হচ্ছে বিলীন গড়ছে শপিং মল।
সভ্যতাতে বাস করি ,মোরাই 'শ্রেষ্ঠ জীব'
দেখছি... তবু দেখবো না ,
শুনেও... কিছু শুনবো না।
মনে মনে বিপ্লব করি রোজ...
ভাবছি অনেক কিছুই, কিন্তু
মুখ ফুটে তা বলবো না।
ঘূর্ণন
তোর আজ পূর্ণিমা রাত,আলোর শহর,নদীর জলে বান,
আমার সাথী নিঝুম গ্রাম আর পরাজয়ের গান,
তোর নতুন শহর, সঙ্গী প্রিয়,এলাহি কারবার,
তখন আমি উদ্বাস্তু, নেই কিছুই হারাবার।
তুই সাগর তীরে মগ্ন যখন অট্টালিকা গড়ায়,
আমার দুচোখ স্যাঁতস্যাঁতে হয় নোনা জলের ধারায়।
'ক্লান্ত মনের' ভাবনা সঙ্গী হবে শব যাত্রার দলে,
ঠিক তখনই বালির ঘড়ি টিকটিকিয়ে বলে-
পাশা খেলায় হেরেও আবার সময় ঘুরে আসে ঝলমলে সব দুগ্গা ঠাকুর জল-কাদাতে ভাসে
শূন্যস্থান পূরণ
প্রবল জলোচ্ছ্বাসে প্রানের স্পর্শ ,
ভ্রূণ থেকে জেগে ওঠে শিশু ।
সহস্র মাইল পথ চলা সৃষ্টি কর্তা
ক্লান্ত আজ।
এ কোন সন্ধিক্ষণ ?
মুহূর্তেরা অতীতের গ্রাসে ,
অপেক্ষায় বর্তমান।
" এখনও হয়নি যে কাজ সারা !!"
শেষ রাতের বুক চিরে --
যে আর্তনাদ ...
বিরাম নেই তার ।
হায় রে অভাগা
সময় যে নেই বাকি ,
কি ভীষণ স্রোত ওই বালির ঘড়িটায় ,
এক - এক প্রহর আসে
আর এক - এক প্রহর যায় ।
ধরণীর কঠিন কঠোর বাধা ভেদ করে,
নতুন আলোয় উদ্ভাসিত ওরা।
অসমাপ্ত কাজ পড়ে থাক ,
সমাপ্তির আশায়।
আর নয় -
চলে যাও পুরাতন ,
ধূলিকণা মিশে
এসেছে সময়..!
আপনার অপ্রকাশিত লেখা যেকোনো বিভাগের জন্য পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail. com
J
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন