বিপ্লব মাজী
———————
———————
নিশ্চয় সে আছে কোথাও
নিশ্চয় সে আছে কোথাও
যে আমাকে ভালবাসে
আমি তাকে চিনি না
নিশ্চয় সে আছে কোথাও
যে আমার কথা ভাবে,
যদিও তাকে চিনি না
জীবন তো এই একটাই ,
ভালবাসা বলে যদি কিছু থাকে
মৃত্যু ছুঁতে পারে না
নিশ্চয় সে আছে কোথাও
যে আমাকে ভালবাসে --
ঘুমের ভেতরে অন্য এক জীবন
ঘুমের ভেতরে অন্য এক জীবন, যে জীবন
পৃথিবীর মতো না, অন্য এক পৃথিবী
অথচ কাউকে দেখছি না, ঘরবাড়ি পথঘাট নদী নালা আকাশ
বন উপবন-সবই কেমন অন্যরকম
পরে মনে হল, যদি পথ হারাই ?
ফিরব কিভাবে? কে দেখাবে পথ?
কেউ তো আশেপাশে নেই, স্মৃতি যদি
কাজ না করে? আমি দৌড়োচ্ছি, দৌড়োচ্ছি...
কে যেন ডাকল, চোখ মেলে দেখি
গণতন্ত্রের লড়াই
গণতন্ত্রের লড়াই,
রেসকোর্সের ময়দান থেকে ঘোড়ারা পার্লামেন্ট ছুটছে,
দেশ ও দশের সেবা না, ক্ষমতা
নিজের সেবাই সব
পার্লামেন্টই অ-আ-ক-খ লেখার আঁতুড়ঘর!
ঘোড়ারা ছুটছে
শেয়ার বাজারে উঠছে নামছে দর,
নিজের লেখা পুরোনো একটি বই পড়ার সময়
যখন আমি
নিজের লেখা পুরনো একটি বই পড়ছি,
মনে হল এই আমি এই বইটি যে আমি লিখেছিল, সেই আমি না।
সে আমি অন্য কেউ ছিল, অন্য আমি।
বইটি পড়তে পড়তে অন্য আমিকে
আবিষ্কার করে ভাবছি : এই আমি
আজ এই বইটি এভাবে লিখতে পারতাম
না।
বিনির্মাণে
দুই আমির মধ্যে ভাবনাচিন্তা আশাআকাঙ্ক্ষার
কত না তফাৎ।
বইটি আবার পড়তে শুরু করি,
সত্যি,
বইটি লিখেছে যে আমি, সে আমিকে
আমি চিনিই না।
কবিতার জন্ম
সিঁড়িতে
পায়ের শব্দ
মাত্রাবৃত্ত ছন্দ
কবিতা
জন্ম নিচ্ছে
সহজ কবিতা
বৃষ্টি
যেমন নামে
বিশাল প্রান্তরে
ইন্দ্রধনু রঙ
রীডের সপ্তকে
বর্ষা নেমে আসে
সুরের পঞ্চমে
কবিতা
জন্ম নিচ্ছে
সরল কবিতা
সিঁড়িতে
পায়ের শব্দ
মাত্রাবৃত্ত ছন্দ
আলোয় যাচ্ছে ভেসে
অমল শাদাপাতা...
আপনার অপ্রকাশিত যেকোনো লেখা পাঠান
আপনার একান্ত মতামত জানান
bimalmondalpoet@gmail. com
বিনির্মাণে ও নির্মাণে এগিয়ে চলুন কবি, প্রার্থনা করি 🙏
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন