লেবেল

সোমবার, ২২ জুন, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ



               পত্রালি বিশ্বাস গুহ




আমার ইচ্ছে গুলো

মন তুই যদি আকাশ হতিস- 
তোর বুকে তবে ডানা মেলে আমি উড়তাম।
যদি তুই বাদল হতিস-
বৃষ্টি ধারায় আমি তোর ছোঁয়াকেই গায়ে মাখতাম।
মন তুই যদি পাহাড় হতিস-
তোর বুকে তবে ঝর্ণা হয়ে আমি ঝরতাম।
যদি তুই সাগর হতিস-
তবে এই নদী আমি মোহনায় গিয়ে মিলতাম।
মন তুই সূর্য হলে-
সবুজ পাতা হয়ে চিরকাল বেঁচে রইতাম।
যদি তুই বাতাস হতিস-
তবে তোর আদর মেখে ভেসে ভেসে আমি থাকতাম।
মন তুই যাই হতিস -
চিরদিন আমি শুধু তোরই হয়ে থাকতাম।
তবে মন তুই 'মুক্ত' হলি-
তাই তো তোকে ঝিনুক হয়ে আমার প্রাণে ধরে রাখলাম।





   ওরা পরিযায়ী


ওরা পথ চলে পায়ে হেঁটে
শহর থেকে গ্রামে,
মাথার উপর প্রখর রৌদ্র
পায়ের তলায় তপ্ত পিচ ।
ওরা চলছে মাটির টানে
ওরা পরিযায়ী দরিদ্র নীচ।
ওরাই গড়ে ইমারত 
ওরাই গড়ে ব্রীজ,
কলকারখানার শ্রমিক শ্রেনী
তাই ওরা নির্ভীক।

নেই ঘুম নেই জল 
নেই খাদ্যের সন্ধ্যান।
তবু যেতে ফিরে
 গ্রামের বাড়িতে
অপেক্ষারত আত্মীয় পরিজন।
দল বেঁধে যারা ফিরছিল গ্রামে
পরিযায়ী শ্রমিকের দল 
ফিরল না ওরা অনেকেই ঘরে
পথেই হারাল ক্লিষ্ট প্রাণ।
পথেই জীবন পথ‌ই যেন হানল  তাদের মৃত্যুবাণ ।

পথের ক্লান্তি ভুলে 
ফিরল যারা আপন দ্বারে
যুটল না তো স্নেহের পরশ
থাকতে পেল শ্মশানঘাটে,
শৌচালয়ে নয়তো কেউ তাবুর ভেতর পথের ধারে।
মারন ব্যাধির বিষের ছোবল
হয়তো তাদের শরীর বয়ে 
আনল বোধহয় গ্রামের ঘরে।
নেই জীবিকা নেই অর্থ 
খাদ্য তাদের ঘরে বারন্ত ।
কি হবে তা কেউ জানেনা
দুর্ভাগা ঐ শ্রমিক দলের।।



          

মুক্তি দিলাম

ভুল কি শুধু আমারই ছিল?
কিছু দায় তো তোমারও ছিল-
তবু সব অপরাধ আমিই নিলাম।
তোমায় আমি মুক্তি দিলাম।
ভালো যদি বাসতে তবে 
দিতে না আমায় এমন অপবাদ,
যেন তোমায় ভালোবাসা টাই 
আমার অনেক বড় অপরাধ।
অনেক স্বপ্ন অনেক কথা
সাজিয়েছিলে আমার মনে,
আজ এক নিমেষে সব কিছু 
কেমন যেন ভাসে বিসর্জনে।
যাবেই যদি কাঁদিয়ে তুমি
ভরালে কেন মন ভূমি?
অনুভূতির কি নেই কোনো দাম?
তাই কি এতই হেলা,
আর চাওনা দিতে মান?
তবুও তুমি থেকো ভালো
সব টুকু দোষ না হয় 
আজ আমার হোল।।



 সই

চল সই জল ছুঁই
    ফিরে যাই শৈশবে
একটানা জল ঝরা 
    বৃষ্টির ফুটপাথে।

টুপ টাপ ঝির ঝির
     ঝম ঝমে বৃষ্টি
বই ব্যাগ ছাতা নিয়ে
জল ঠেলে ছুটছি।

আমপাতা লুকোচুরি
    সব খেলা জড়িয়ে
রিম ঝিম শৈশব 
    উঁকি দেয় ছবিতে।





আসুস্থ পৃথিবী

অসহ্য এ সময়ে অসুস্থ পৃথিবীতে
মানুষ একা ঘরে বাঁচার তাগিদে ছোটে,
কবে যে মক্তি পাবে এমন অসুখ থেকে !
এ কো অভিশাপে মৃত্যু মিছিল বয়ে
শহর উজার কোরে পৃথিবী স্তব্ধ করে।
তবু আশায় ভর করে নিজেকে বন্দী রাখি,
আবার দেখা হবে সুস্থ এ শহরেতে-
যুদ্ধ থেমে যাবে, মানুষ জয়ি হবে,
জয়ধ্বনি দেবে, আবার একই সুরে গাইবে মানুষের জয়গান।।



অপ্রকাশিত গদ্য ও পদ্য পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail. com        

1 টি মন্তব্য: