লেবেল

শনিবার, ১৩ জুন, ২০২০

নির্বাচিত অল্প স্বল্প গল্প



                         অশোককুমার লাটুয়া






    পুরুষমানুষ
       

সারাজীবন মদন বউটাকে পেট ভ'রে দুমুঠো নুন ভাত খেতে দিতে পারেনি। তবে বউটাকে খালি পেটেও রাখেনি। গোটা পাঁচেক ছেলেমেয়ে। ব্যাঙাচির মতো সেগুলো কোথায় ভেসে গেছে কে জানে!!!
মদন তবু পুরুষমানুষ!!!

অলংকরণ-বিমল মণ্ডল  



   ম্যাজিক
       

লাগ ভেলকি লাগ —
ডুগডুগি বাজিয়ে হাটেবাজারে
খেলা দেখায় লোকটি।
মড়ার মাথার খুলিতে হাড় ছুঁইয়ে                     
অনেকের গোপন কথা
বলে দেয় সে।
লোকটি আজো তার
হারিয়ে যাওয়া ছুকরি বৌটাকে
কোথাও খুঁজে পায়নি।

অলংকরণ- বিমল মণ্ডল  





    সেইসব পেঁচারা 
     

 খোঁড়া অবনী জেগে আছে রেলের ঝুপড়িতে। গভীর রাত। কাছের ঝাঁকড়া গাছে পেঁচা ডানা ঝাপটায়।
মাংসহীন বুক মেয়েটা বাপকে দুটো রুটি ধরিয়ে দেয়।
মেয়েটার ঠোঁটে রক্তের দাগ।
বাপ ছিঁড়েছিঁড়ে রুটি খাচ্ছে।

অলংকরণ-বিমল মণ্ডল  




     ডাস্টবিন
       

টপ্ - জিন্স পরা কলেজের মেয়েটি আলুকাবলি খেয়ে শালপাতাটি ফেললো ফুটপাতে। দাম মিটিয়ে স্যানিটাইজ করলো দুটি  হাত।
একটি ন্যাড়া মাথা ন্যাংটো ছেলে ফেলে দেওয়া সেই শালপাতাটি চেটে খেয়ে ফেলে এলো ডাস্টবিনে।

অলংকরণ- বিমল মণ্ডল  




      ঝড়
       

গাছটির নীচে ব'সে আছে একটি গর্ভবতী পাগলী। বিকেলে তুমুল ঝড়। গাছটির  কোমর নুয়ে পড়ছে। ভেঙে পড়ল কয়েকটি পাখির বাসা।  নষ্ট হলো ডিমগুলি। তীব্র যন্ত্রণায় পাগলীটা জন্ম দিলো একটি রক্তমাখা শিশুর।





অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
     bimalmondalpoet@gmail. com      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন