।। প্রতিদিন বিভাগ।।
।। ডিসেম্বর সংখ্যা।।
।। বিষয় — নতুন চাঁদ— ৮।।
নতুন চাঁদ
জীবন সরখেল
ডিসেম্বর মাস এলে পরেই
তাকায় আকাশ পানে
মহাজাগতিক বদল সব
ভীষণ রকম টানে।
চাঁদ গ্রহ তারা উল্কাপাত
রাতের আকাশ জুড়ে
চাঁদের অবস্থান বদল বেশ
দেখি কাছে দূরে।
দিনের বেলায় খালি চোখেও
নতুন চাঁদ যায় দেখা
পশ্চিম পূব উত্তর দক্ষিণেও
'সে' যে ঘোরেই একা!
জ্যোতির্বিজ্ঞান গবেষকগণ
থাকেন এই অপেক্ষায়
এক ডিসেম্বর মাস খুলবেই দ্বার
নতুন দশা দিশায়...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন