।। প্রতিদিন বিভাগ।।
।। ডিসেম্বর সংখ্যা।।
।। বিষয় — নতুন চাঁদ— ৪।।
প্রেমিক চাঁদ
পুষ্প সাঁতরা
চাঁদকে আমি প্রেমিক দেখি
নিত্য নতুন সাজে
জ্যোৎস্নাতে স্নান সেরে নিই
আলোর নুপুর বাজে।
তিথি ধরে রূপ বদলায়
ক্ষীণ হতে হতে পূর্ণ
আমিও তখন সাজ বদলাই
নিজের দর্পচূর্ন।
চাঁদ ছাড়া আমি বাঁচবো না
বুকের গভীরে বাস
স্বপ্ন নিয়ে দুজনের সুখ
কাটাই বারমাস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন