বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ডিসেম্বর সংখ্যা।। ।। বিষয় — নতুন চাঁদ— ৩।। চাঁদের সংক্রামক, চিতা কাঠ , চর্ম চক , চৌহদ্দির চুম্বন ও চরস চ — নিমাই জানা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


   ।।  প্রতিদিন বিভাগ।।

    ।। ডিসেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় — নতুন চাঁদ— ৩।। 






চাঁদের সংক্রামক, চিতা কাঠ , চর্ম চক , চৌহদ্দির চুম্বন ও চরস চ

নিমাই জানা 

মশান সাধনার ৬৪ পর্বের অক্ষয় চিতা কাঠে চিৎ হয়ে শুয়ে থাকা আধারিত কোন সোমনাথের প্যালেট, সমুদ্রের মাঝে ভেসে থাকা জীবন্ত উনুনের রেডিয়াস লিঙ্গ বিহীন একটা মহাকর্ষীয় টান সব গ্র্যাভিটেশনাল রেডিয়ান দানা কিলবিল করছে ডিম্বাণুর উদর দেশ ভেদ করে ঘুরতে থাকা সব গর্ভের ভেতরে ফেলোপিয়ানের মায়া গন্ধকের নির্মম ছাল ছাড়ানো ফলের ভস্ম আধার(∆), মহাকর্ষীয় মহাজাগতিক কোয়ান্টামের এক একটা কক্ষপথ থেকে ছেড়ে আসা কালো ধুতরার মাংসল গলগন্ড প্রহর দোষ কেটে যাচ্ছে অশৌচের মতো , প্রতিটা নক্ষত্রের শরীর থেকে লাল কালো বাদামী তামাটে আর ভয়ানক অগ্নুৎপাতের মশান সাধনার অতিভৈরব পিরীতের রক্ত সংক্রামিত লালা চুঁইয়ে চুঁইয়ে ক্যাপসুল জনিত নক্ষত্রের মাংস গলে গলে পড়ছে , উল্টো দিকে মুখ করে ঝুলে আছে জেব্রার জিব কবরের হাতি কালো কাঁকড়ার ব্ল্যাকহোল অ্যাস্ট্রো (xxx.op) ফিজিওলজিক্যাল নক্ষত্রের মাংস এস্কেপ ভেলোসিটি স্পন্টেনিয়াস চাঁদের ওভার ফ্লো বীর্য কেতু রহস্যের দাঁত, হাফ উষ্ট্রাসনের নাভি আমি অপ্সরাদের নখর গর্তে অশ্লীল গুঁড়ো আর ভ্যাজাইনেল গলার ভেতরে ঢুকিয়ে দেবো হেটারোজাইগাস সিভিও অপটিক্যাল ধর্ম ট্যাকটিক কালপুরুষের কঙ্কাল , ভয়ানক সিলিকনের চটচটে আঠা বিক্রি হবে মহাকাশের ধর্ম যুদ্ধ হাটে ভয়ানক তুষারাবৃত ঝড় {√2vr}ক্যানিয়ন মঙ্গল গ্রহের ফেরাস খাদ্যদ্রব্যের বন্ধ্যাত্ব উনবিংশতি তম নদী নগরবিহীন চক্রাকারে কেটে রাখা তৈলাক্ত বমিতে পালতোলা নোঙর বেরাচ্ছে চামড়া উঠা সেরেবেলাম চাদর গায়ে দিয়ে , আমার কাটা মাথা একসাথে জড়ো হয়ে প্রলয়ের মতো ঘুরতে ঘুরতে ভূমিকম্পের প্রদাহ দোষে ব্ল্যাকহোলে ঢুকিয়ে দেবো আমার তরুণাস্থি চাঁদের কঙ্কাল হার্মাদ ষোড়শ যৌনাঙ্গের বিভীষিকা আর শক্ত সামর্থ্য অতিরিক পঞ্চদেশের শিথিল উপগ্রহ পাখনা এখনই উৎক্ষেপণ করবে গলায় মদ ঢেলে বিকারগ্রস্ত হবে জরায়ু ফাঁকা করে শুয়ে থাকা উপগ্রহের পাইন গাছের মাথা থেকে লাফিয়ে নামবো তুলো ভর্তি অনুগ্রহের ভিতরে সেখানে অপ্সরাদের ডান স্তন থেকে ঝুলে পড়বো। কিলবিল করবে এক একটা কালো তারা খচিত উন্মাদ ও বিষাক্ত প্রমোদক এখানে ছায়ার উপর ছায়া কিম্ভুত কিমাকার আমারই প্রতিটি অশ্লীল প্রতিবিম্বে মুখ ঢুকিয়ে হাসতে থাকবে প্রস্রাব করতে থাকবে প্লানচেটের লিলিথ এনোরিয়াম নীলসোরিয়াস লিলিথ মিথ কোন প্লানেটরিয়াম , নাভির অর্থ থেকেই নাইট মেয়ারেরা কালো বক্ষবন্ধনীতে বেঁধে দেবে নষ্ট চাঁদের (<0 )এক নির্জন হিমায়িত ক্রুশকাঠের তৈরি যিশুর উন্মাদ কবর, ধারালো চুম্বক ছুঁড়ে দেবো মরা চাঁদের দিকে আমার যোনি গর্তের সব চামড়া বিছিয়ে দেব কালো রঙের নীল ও জিওগ্রাফিক হত্যাকান্ডে ক্রমশ হন্টেড করতে থাকলেই আমার ভারী জল গড়িয়ে পড়বে আমি অর্গাজমে বাধ্য করব নীল ক্ষার জলে নেমে আত্মহত্যার সস্তা দরজায় ঢুকে যাওয়ার জন্য হিহি করে হাসবো তৃপ্ত হয়ে সম্ভোগের পোশাক খুলে ফেলব বিদূরগ্রস্ত সব চাঁদের নগ্ন শরীরে ,পারলৌকিক ক্রিয়া দেখাবো কালচে রঙের সব কক্ষপথ আলগা হয়ে যাবে উপাখ্যান বহির্ভূত নেশাচোর মস্তিষ্ক বিহীন ধর্ম কাটারের ব্লেড কালো কালো হড়হড়ে শুক্র বীজ বহির্ভূত বডি পেন্টিং শৈলেশ্বর রাজের ব্রেসিয়ার দাঁত ছিঁড়ে দিয়ে সাদা ঘরে অরুন্ধতীর দেশে একা একাই ধ্রুবতারা লাফাচ্ছে , কতদিন ধর্মরাজ্যে চর্ম রোগের ছত্রাক মাথায় নিয়ে ডলফিন খেতে হত্যা করেনি ইউরেনাসের চামড়া বোঝাই কোন বৈমানিক গান্ধর্বের তিনজন গাণ্ডীব, গন্ডার ও গরুড় পাখি , ক্রমশ ধাতুশূন্য হয়ে যাচ্ছে লোহিত কালারের পরকীয়া চাঁদের থোরাসিক  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন