বাবা
পার্থজিৎ ভক্ত
আজকে আমি বড়ো,নিজেই নিজের পথ চলি,
তবুও মনে পড়ে,বাঁচতে শেখার প্রথম দিনগুলি।
হাতটি ধরে বলেছিলে,ভয় পাস নে খোকা,
পথে হোঁচট খেলে,পড়ার আগেই তুলব ধরে -
ঠিক পিছনে আমি, আছিরে আছি বোকা।
তোমার কাঁধের রেখা এখন আরও অনেক বাঁকা,
অনুভবের শব্দহীন ছোঁয়া,নয়কো মোটেই ধোঁকা।
জীবনের হিসেব আজ নিজেই করি নির্ভয়ে,
তবুও সন্ধ্যা ক্লান্ত হেঁটে এলে নিজের ভেতর দেখি
তোমারই মুখ ভেসে ওঠে আপন মনের কোণে।
কখনো বলনি তুমি,তোকে ভালোবাসি,
আমার প্রতিটা সাফল্যে ছিল তোমার হাসি,
তুমি ছিলে আমার নির্ভরতার ছায়া,
অজস্র না-বলা কথার ভেতর ছিল ভালোবাসার মায়া।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন